ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মামলা থেকে খালাস পেলেন চার সাংবাদিক

প্রকাশিত: ০৪:২২, ৩০ জানুয়ারি ২০১৮

মামলা থেকে খালাস পেলেন চার সাংবাদিক

স্টাফ রির্পোটার, চট্টগ্রাম অফিস ॥ হয়রানিমূলক মামলায় অভিযুক্ত দৈনিক জনকণ্ঠের পটিয়া প্রতিনিধি বিকাশ চৌধুরীসহ চার সাংবাদিককে বেকসুর খালাস দিয়েছেন আদালত। এ মামলায় অন্য আসামিরা হলেনÑ দৈনিক আমার দেশ পটিয়া প্রতিনিধি শিক্ষক এটিএম তোহা, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি ইকবাল হোসেন ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি এসকেএম নূর হোসেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ নূরে আলম তাদের খালাস দেন। ২০১১ সালে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বাণিজ্যমেলার নামে অশ্লীল নৃত্য ও শব্দ দূষণ বন্ধে দৈনিক জনকণ্ঠসহ ৪ পত্রিকায় সংবাদ প্রকাশের পর সরকারী দলের একটি প্রভাবশালী মহলের ইন্ধনে মেলার আয়োজক বশিরুর রহমান চৌধুরী ঝুন্টু বাদী হয়ে একটি মামলা করেন। প্রথমে মামলাটি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে করার পর থানা পুলিশকে তদন্ত করার নির্দেশ দিলেও কোন প্রকার তদন্ত ছাড়াই পটিয়া থানা পুলিশ মামলাটি রেকর্ড করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কামাল হোসেন প্রভাবশালীদের দ্বারা প্রভাবিত হয়ে চার সাংবাদিকের বিরুদ্ধে আদালতে মনগড়া একটি চার্জশীট দাখিল করেন।
×