ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গাজীপুরে বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জ আহত ১২

প্রকাশিত: ০৭:৩৪, ২৯ জানুয়ারি ২০১৮

গাজীপুরে বিএনপি  নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জ আহত ১২

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে বিএনপির যৌথকর্মী সভাস্থল থেকে বের হওয়ার সময় পুলিশ রবিবার বিএনপি ও অঙ্গসংগঠনের ১৫ নেতাকর্মীকে আটক করেছে। এ সময় পুলিশের আকস্মিক লাঠিচার্জে ও হুড়োহুড়িতে অন্ততঃ ১২ জন আহত হয়েছে। পুলিশের দাবি, অভ্যন্তরীণ কোন্দলের জেরে সভাস্থলে নিজেদের মধ্যে সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ লাঠিচার্জ ও কয়েকজনকে আটক করে। গাজীপুর জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য মোঃ মাজহারুল আলম জানান, গাজীপুর জেলা শহরের মধ্যছায়াবিথী এলাকার ট্রাস্ট কমিউনিটি সেন্টারে রবিবার বেলা পৌনে ১১টার দিকে শান্তিপূর্ণভাবে জেলা বিএনপির উদ্যোগে যৌথকর্মী সভা শুরু হয়। গাজীপুরের জেলা বিএনপির সভাপতি একেএম ফজলুল হক মিলনের সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মোঃ জয়নুল আবেদীন ফারুক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী মোঃ সাইয়েদুল আলম বাবুল, বিএনপির কেন্দ্রীয় সদস্য মাজহারুল আলম, গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান ফকির, গাজীপুর সদর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সুরুজ আহমেদ, গাজীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হান্নান মিয়া হান্নু প্রমুখ। তিনি আরও বলেন, আগামী ৮ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপার্সনের বিরুদ্ধে আদালতে সম্ভাব্য রায় প্রদানকে ঘিরে দলীয় নেতাকর্মীরা যখন সংগঠিত হচ্ছিল। তখন দলীয় নেতাকর্মীদের একতা ও চাঙ্গা হওয়াকে দমিয়ে দিতে ও প্যানিক সৃষ্টি করার জন্যই পুলিশ ওই হামলা করে থাকতে পারে। তিনি বলেন, আহতদের মধ্যে জেলা বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক মোঃ নাহিন আহমেদ মমতাজী (৪৫), শ্রীপুর উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ সাইফুল ইসলাম মোল্লাহ (২৮),গাজীপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, জেলা ছাত্রদল কর্মী ফারুক আহমদ (২৭), এরশাদ সরকার (২৫), মোঃ কবির (২৮) ও দীপু (২৫) রয়েছেন বলে জানা গেছে।
×