ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খালেদা জিয়া ছাড়া আগামী নির্বাচনে যাবেনা বিএনপি

প্রকাশিত: ০৭:২৫, ২৯ জানুয়ারি ২০১৮

খালেদা জিয়া ছাড়া আগামী নির্বাচনে যাবেনা বিএনপি

স্টাফ রিপোর্টার ॥ প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। রবিবার বিকেলে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলামের খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেয়। নির্বাচন কমিশনের কাছে দলের সাংগঠনিক অবস্থা অবহিত করতে সিইসির সঙ্গে বৈঠক অংশ নেন বিএনপির এই প্রতিনিধি দল। বৈঠক শেষে নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, খালেদা জিয়া বা তারেক রহমানকে অন্যায়ভাবে নির্বাচন প্রক্রিয়ার বাইরে রাখার প্রচেষ্টা করা হচ্ছে। খালেদা ছাড়া বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে না। এটি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্যও বাধা। প্রধান নির্বাচন কমিশনারকে বলেছি- একটি অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নৈতিক অবস্থান থেকে নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। সিইসিও তার অবস্থান থেকে যা যা করণীয় তা করবেন বলে আমাদের জানিয়েছেন। তিনি বলেন, বিএনপি নির্বাচনে অংশ নিতে চায়। সেই অংশ নেয়ার পথে বাধা সৃষ্টি করার কিছু চক্রান্ত দেখছি। কোন প্রমাণ ছাড়া দলীয় নেত্রীকে এবং তারেক রহমানকে অভিযুক্ত করার চেষ্টা হচ্ছে। এরকম হলে অংশগ্রহনমূলক নির্বাচনের আকাক্সক্ষা বিঘিœত হবে। দেশের প্রেক্ষাপটে বিএনপি ও আওয়ামী লীগ অংশ না নিলে অংশগ্রহনমূলক নির্বাচন হয় না। আওয়ামী লীগকে ছাড়া আমরা নির্বাচনে যেতে চাই না। অংশগ্রহনমূলক নির্বাচনে অংশ নিতে চাই। বিএনপি অংশগ্রহণ না করলে সেই নির্বাচন অংশগ্রহণমূলক হবে না। কমিশন অংশগ্রহণমূলক নির্বাচন করতে চায় উল্লেখ করেন। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে অনুষ্ঠিত সাক্ষাতে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু উপস্থিত ছিলেন। বিএনপির সংশোধিত গঠনতন্ত্র কমিশনে জমা দিতে গিয়েছিলেন বলেও সাংবাদিকদের জানান নজরুল ইসলাম খান। এ সময় রিজভী সাংবাদিকদের বলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভা ৩ ফেব্রুয়ারি শনিবার ঢাকায় অনুষ্ঠিত হবে। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ৮ ফেব্রুয়ারি রায় ঘোষণাকে সামনে রেখে এই বৈঠক আহ্বান করা হয়েছে।
×