ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শিক্ষার্থীদের সত্য ও সুন্দরের পথে থাকার আহ্বান ঢাবি ভিসির

প্রকাশিত: ০৬:২৭, ২৯ জানুয়ারি ২০১৮

 শিক্ষার্থীদের সত্য ও সুন্দরের পথে থাকার আহ্বান ঢাবি ভিসির

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ শিক্ষার্থীদের সুন্দর ও সত্যের পথে থাকার আহ্বান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও ঐতিহ্যের প্রতি সম্মান প্রদর্শন করা প্রত্যেক শিক্ষার্থীর নৈতিক দায়িত্ব। পাশাপাশি এ ঐতিহ্যের মর্যাদা যেন কেউ ম্লান করতে না পারে সেজন্য বিশ্ববিদ্যালয়ের প্রতি কর্তব্য সম্পর্কে সচেতন থাকতে হবে। রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতরের আয়োজনে আইন ও কলা অনুষদের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্তাতক (সম্মান) শ্রেণীর ছাত্র-ছাত্রীদের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতরের পরিচালক অধ্যাপক মেহজাবীন হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেনসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও ছাত্র-উপদেষ্টাগণ এবং বিপুল সংখ্যক নবীন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগ নির্মিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচিতিমূলক তথ্যচিত্র প্রদর্শন করা হয়। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান নবীন শিক্ষার্থীদের অভিনন্দন ও তাদের অভিভাবকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য হওয়ায় বিশ্ববিদ্যালয় এবং অভিভাবকদের প্রত্যাশা পূরণে শিক্ষার্থীদের সচেষ্ট থাকতে হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উদার, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক-এ চেতনা শিক্ষার্থীদের মাঝে থাকা অত্যাবশ্যক। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সীমাবদ্ধতা রয়েছে এবং সে বিষয়ে আলোচনা করার জন্য অভিভাবক হিসেবে শিক্ষকরা সবসময় পাশে থাকবে।
×