ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজধানীর দুই শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর চালু করল দুদক

প্রকাশিত: ০৬:২৬, ২৯ জানুয়ারি ২০১৮

রাজধানীর দুই শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর চালু করল দুদক

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর দুই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে সততা চর্চার অভ্যাস গড়ে তুলতে ‘সততা স্টোর’ চালু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজধানীর কাকরাইলের উইলস লিটল ফ্লওয়ার স্কুল এ্যান্ড কলেজ এবং উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। রবিবার এ দু’টি স্টোরের উদ্বোধন করেন দুদক কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম। সততা স্টোর দুটি দুদক ও ইউএনডিপির যৌথ উদ্যোগে চালু করা হয়েছে। অনুষ্ঠানে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মোঃ জাফর ইকবাল, মহাপরিচালক (মানি লন্ডারিং) আতিকুর রহমান খান, ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জী এবং উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এ্যান্ড কলেজ ও উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্কুল দু’টিতে চালু হওয়া ‘সততা স্টোরে’র বৈশিষ্ট্য হচ্ছে এসব স্টোরে সব ধরনের শিক্ষা উপকরণ থাকবে; যার মূল্য তালিকা থাকবে, ক্যাশ বাক্স থাকবে, তবে দোকানে থাকবে না দোকানি কিংবা সিসি ক্যামেরা। শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ কিনে মূল্য তালিকা দেখে প্রয়োজনীয় টাকা ক্যাশ বাক্সে রেখে যাবে। এর মাধ্যমে শিক্ষাজীবন থেকেই শিক্ষার্থীদের মধ্যে সততা চর্চার অভ্যাস গড়ে উঠবে। সততা স্টোর উদ্বোধনের সময় দুদক কমিশনার আমিনুল ইসলাম বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের নেতৃত্বে দেবে। তাই তাদের মধ্যে নৈতিকতা ও সততার চর্চা থাকা জরুরী।
×