ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্যারিসেই থাকছেন ফিরেই জোড়া ;###;গোল করা নেইমার

পিএসজির সর্বোচ্চ গোলদাতা কাভানি

প্রকাশিত: ০৬:২৩, ২৯ জানুয়ারি ২০১৮

পিএসজির সর্বোচ্চ গোলদাতা কাভানি

স্পোর্টস রিপোর্টার ॥ কিছুদিন আগেই ইতিহাস গড়তে পারতেন। সেটা হয়নি নেইমারের স্বার্থপরতার কারণে। তবে সময় খুব বেশি নেননি এডিনসন কাভানি। উরুগুইয়ান স্ট্রাইকার প্যারিস সেইন্ট-জার্মেইনের (পিএসজি) ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন। শনিবার রাতে ফরাসী লীগ ওয়ানের ম্যাচে মন্টপেলিয়ারের বিরুদ্ধে এক গোল করে এ কৃতিত্ব দেখিয়েছেন কাভানি। ম্যাচে ইনজুরি থেকে ফিরেই জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। সবমিলিয়ে মন্টপেলিয়ারকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে স্বাগিতক পিএসজি। প্যারিসের পার্ক দ্য প্রিন্সেসে অনুষ্ঠিত ম্যাচে বিজয়ী দলের হয়ে অপর গোলটি করেন এ্যাঞ্জেল ডি মারিয়া। এ জয়ে ২৩ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে পিএসজি। নিজেদের মাঠে ম্যাচের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে পিএসজি। এরই ধারাবাহিকতায় ম্যাচের ১১ মিনিটে দলকে লিড এনে দেন কাভানি। ডানদিক থেকে নেইমারের বাড়ানো পাস নিয়ন্ত্রণে নেয়ার পর রাবিও বাড়ান কাভানিকে। বাঁ পায়ের প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন উরুগুয়ের এই ফরোয়ার্ড। এ গোলেই জ¬াতান ইব্রাহিমোভিচকে টপকে পিএসজির হয়ে সর্বোচ্চ ১৫৭ গোল করার কীর্তি গড়েন কাভানি। রেকর্ড গড়ার পর কাভানি বলেন, এটা অনেক বড় গৌরবের বিষয়। আমি খুশি। তবে দল জিতেছে এটাই বড় কথা। আমরা দলের জন্য খেলি। খেলতে খেলতে ব্যক্তিগত কিছুও অর্জন হয়ে যায়। তখন বেশ ভাল লাগে। আমিও গর্বিত ইব্রাহিমোভিচের মতো ফুটবলারের রেকর্ড নিজের করে নিতে পেরে। ম্যাচের ৪০ মিনিটে ড্রাক্সলারের শট ডি বক্সের ভেতরে পেড্রো মেন্ডিসের হাতে লাগলে পেনাল্টি পায় পিএসজি। স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন চোট কাটিয়ে ফেরা নেইমার। ম্যাচের ৭০ মিনিটে জ্যাভিয়ের পাস্টোরের বাড়ানো বলে জয় নিয়ন্ত্রণে নিয়ে ব্যবধান ৩-০ করেন আর্জেন্টাইন মিডফিল্ডার ডি মারিয়া। আর ৮২ মিনিটে নেইমার নিজের দ্বিতীয় গোল করলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে পিএসজি। ম্যাচের পর নেইমার জানিয়ে দিয়েছেন তার প্যারিস ছাড়ার খবর ভিত্তিহীন। পিএসজিতেই সুখে আছেন। এমন বলেছেন পিএসজি প্রেসিডেন্ট, কাতারি ধনকুবের নাসের আল খলিফাও। নাসের আল খলিফা নেইমার ও তার পরিবারের সঙ্গে এ বিষয়ে মতবিনিময় করেই মিডিয়ার সামনে কথা বলেছেন। ক্লাব প্রেসিডেন্টের সঙ্গে সুর মিলিয়ে নেইমার বলেন, আমি সুখেই আছি। কোন সমস্যা নেই। আমি পিএসজিতে এসেছি তো একটি ইতিহাস সৃষ্টি করতে।
×