ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শেষ ওয়ানডেতেও ইংল্যান্ডের জয়

প্রকাশিত: ০৬:২২, ২৯ জানুয়ারি ২০১৮

শেষ ওয়ানডেতেও ইংল্যান্ডের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ টানা তিন জয়ে সিরিজ নিশ্চিতের পাশাপাশি আগেই এ্যাশেজ (টেস্ট) হারের ক্ষতে সান্ত¡নার প্রলেপ বুলিয়েছিল ইংলিশরা। এরপর স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে চতুর্থ ম্যাচটা হেরে গেলেও জয় দিয়েই সিরিজ (৪-১এ) ওয়ানডে মিশন শেষ করেছে ইয়ন মরগানের দল। টম কুরানের দুর্দান্ত বোলিংয়ের সৌজন্যে পার্থের শেষ ম্যাচে ১২ রানের জয় পেয়েছে সফরকারীরা। ৪৭.৪ ওভারে ২৫৯ রানে অলআউট হয় ইংল্যান্ড। জবাবে ৪৮.২ ওভারে ২৪৭-এ গুটিয়ে যায় স্টিভেন স্মিথের অস্ট্রেলিয়া। ওপেনিং জুটিতে ১২তম ওভারেই ৭১ রান তুলে নিয়েছিলেন দুই ওপেনার জেসন রয় (৪৯) ও জনি বেয়ারস্টো (৪৪)। মনে হচ্ছিল বড় স্কোর পাবে ইংলিশরা। কিন্তু টপঅর্ডারে রুট (৬২) ছাড়া আর কেউ সুবিধা করতে পারেননি। অস্ট্রেলিয়ার হয়ে ৫ উইকেট নিয়েছেন পেসার এন্ড্রু টাই। দুটি মিচেল মার্শ। জবাবে শুরুতেই ডেভিড ওয়ার্নারকে (১৫) হারায় স্বাগতিকরা। নিয়মিত উইকেট পতনের মাঝে ব্যতিক্রম ছিলেন মার্কাস স্টয়নিস (৯৯ বলে ৮৭)। কিন্তু অপরপ্রান্তে সঙ্গীরা সব দায়িত্বশীল ইনিংস খেলতে ব্যর্থ হলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় অসিদের। ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডে খেলা পেসার কুরান ৫, আর স্পিনার মঈন আলী নিয়েছেন ৩ উইকেট। স্কোর ॥ ইংল্যান্ড ॥ ৪৭.৪ ওভারে ২৫৯ (রয় ৪৯, বেয়ারস্টো ৪৪, হেলস ৩৫, রুট ৬২, মরর্গান ৩, বাটলার ২১, মঈন ৬, রশিদ ১২, উইলি ২, কুরান ১১*, বল ০; স্টার্ক ১/৬৩, হ্যাজলউড ০/৫১, মার্শ ২/২৪, টাই ৫/৪৬, জাম্পা ১/৪৬, ম্যাক্সওয়েল ০/২৩)। অস্ট্রেলিয়া ॥ ৪৮.২ ওভারে ২৪৭ (ওয়ার্নার ১৫, হেড ২২, স্টয়নিস ৮৭, স্মিথ ১২, মার্শ ১৩, পেইন ৩৪, স্টার্ক ০, টাই ৮, জাম্পা ১১, হ্যাজলউড ০*; উইলি ০/৩৭, কুরান ৫/৩৫, মঈন ৩/৫৫, রশিদ ১/৫৫, বল ০/৫৮)। ফল ॥ ইংল্যান্ড ১২ রানে জয়ী। ম্যাচসেরা ॥ টম কুরান (ইংল্যান্ড)। সিরিজ সেরা ॥ জো রুট (ইংল্যান্ড)। সিরিজ ॥ পাঁচ ওয়ানডেতে ইংল্যান্ড ৪-১এ জয়ী।
×