ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

স্বাধীনতা কাপ ফুটবল সবুজের উপহার গোলে সেমিতে রহমতগঞ্জ

প্রকাশিত: ০৬:২১, ২৯ জানুয়ারি ২০১৮

স্বাধীনতা কাপ ফুটবল সবুজের উপহার গোলে সেমিতে রহমতগঞ্জ

স্পোর্টস রিপোর্টার ॥ ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের উপহার গোলে স্বাধীনতা কাপ ফুটবলের সেমিফাইনালের টিকেট পেয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। রবিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ১-০ গোলে জিতেছে কোচ কামাল বাবুর দল। তাদের গোলটি উপহার দিয়েছেন ফরাশগঞ্জের অধিনায়ক খালেকুজ্জামান সুবজ। অর্থাৎ নিজেদের জালেই বল জড়ান তিনি। সেমিফাইনালে রহমতগঞ্জ মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনী ও শেখ রাসেল ক্রীড়াচক্রের মধ্যে চতুর্থ কোয়ার্টার ফাইনালে জয়ী দলের বিরুদ্ধে। ম্যাচের শুরু থেকে ফরাশগঞ্জের ওপর চড়াও হয়ে খেলতে থাকে রহমতগঞ্জ। তবে প্রথমার্ধে গোল করার মতো তেমন সুযোগ সৃষ্টি করতে পারেনি কামাল বাবুর দল। বিরতির পরপরই আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠে আসা ফরাশগঞ্জ। ৫০ মিনিটে বাঁ-প্রান্ত থেকে মোহাম্মদ ফয়সাল আহমেদের ফ্রিকিক ব্যাক হেডে বিপদমুক্ত করতে গিয়ে নিজের জালেই জড়িয়ে দেন ফরাশগঞ্জ দলনেতা খালেকুজ্জামান সবুজ। এই গোলে এগিয়ে যায় রহমতগঞ্জ। পিছিয়ে পড়ার পর ম্যাচে ফিরতে চেষ্টা চালায় ফরাশগঞ্জ। সুযোগও আসে, তবে পোস্টের বাধায় গোলবঞ্চিত হয় তারা। ৬৭ মিনিটে ডি বক্সের সামান্য বাইরে থেকে মিডফিল্ডার আবু শাহেদের ফ্রিকিক ক্রসবারের ওপরের কানায় লেগে প্রতিহত হয়। এই সুুযোগটা হাতছাড়া হওয়ার পর আর বলার মতো আক্রমণ শানাতে পারেনি ফরাশগঞ্জ। রহমতগঞ্জও ব্যবধান বাড়িয়ে নিতে ব্যর্থ হয়। ফলে উপহার গোলে ভর করেই শেষ চারের টিকেট কাটে কামাল বাবুর দল।
×