ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যুব বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে প্রতিশোধ সাইফদের

প্রকাশিত: ০৬:২১, ২৯ জানুয়ারি ২০১৮

যুব বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে প্রতিশোধ সাইফদের

স্পোর্টস রিপোর্টার ॥ নিউজিল্যান্ডে চলমান অনুর্ধ-১৯ বিশ্বকাপে পঞ্চম স্থান নির্ধারণী প্লে-অফে ইংল্যান্ড অনুর্ধ-১৯ দলকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনুর্ধ-১৯ দল। গ্রুপপর্বের শেষ ম্যাচে এই ইংলিশদের কাছেই ৭ উইকেটে হেরেছিল সাইফ হাসানের দল। কিন্তু রবিবার কুইন্সটাউনে আফিফ হোসেন ধ্রুবর অলরাউন্ড নৈপুণ্যে প্রতিশোধ তুলে নেয় বাংলাদেশের যুবারা। একই মাঠে বুধবার পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে দক্ষিণ আফ্রিকা অনুর্ধ-১৯ দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ। টস জিতে আগে ইংলিশদের ব্যাট করতে পাঠালে লিয়াম ব্যাঙ্কস ও হ্যারি ব্রুকের জোড়া অর্ধশতকে বড় সংগ্রহের পথে এগিয়ে যাচ্ছিল তারা। কিন্তু এরপর দুই পেসার হাসান মাহমুদ ও কাজী অনিকের গতির তোড়ে এবং আফিফের অফস্পিনে দিশেহারা হয়ে যায় ইংল্যান্ড। ৪৭.২ ওভারে তারা ২১৬ রানেই গুটিয়ে যায়। ব্যাঙ্কস ৭৪ ও ব্রুক ৬৬ রান করেন। আফিফ ও হাসান ৩টি করে এবং অনিক ২টি উইকেট নেন। জবাব দিতে নেমে ৮২ রানে ৩ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। কিন্তু অধিনায়ক সাইফ ও আফিফের জোড়া অর্ধশতকে ১৫ বল হাতে রেখেই জয় তুলে নেয় সাইফরা।
×