ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অভিজ্ঞ স্পিনার রাজ্জাককে নিয়ে চট্টগ্রামে বাংলাদেশ দল

প্রকাশিত: ০৬:২০, ২৯ জানুয়ারি ২০১৮

অভিজ্ঞ স্পিনার রাজ্জাককে নিয়ে চট্টগ্রামে বাংলাদেশ দল

স্পোর্টস রিপোর্টার ॥ একজন নেই। তিনি দুইজনের কাজ করতেন। তিনি সাকিব আল হাসান। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ইনজুরিতে পড়ায় শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে বুধবার থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্ট খেলতে পারবেন না। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলাও তার অনিশ্চিত। তবে তা এখনও নিশ্চিত নয়। বিসিবি থেকে প্রথম টেস্টে যে সাকিব খেলবেন না তাই নিশ্চিত করা হয়েছে। সেই সাকিব না থাকাতে পুরো গেম প্ল্যানই যেন ওলট-পালট হয়ে যাচ্ছে। তার অভাব পূরণ করার মতো কোন ক্রিকেটার নেই। তাই একজন ব্যাটসম্যান, একজন বোলারকে আলাদাভাবে ভাবতে হচ্ছে। তা করতে গিয়ে শনিবার সানজামুল ইসলাম ও তানভির হায়দারকে দলে নেয়া হয়েছে। এবার অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাককেও দলে নেয়ার পরিকল্পনা চলছে। বিসিবি সূত্রে এমনই জানা গেছে। সেই রাজ্জাককে নিয়েই প্রথম টেস্ট খেলতে রবিবার চট্টগ্রামে গেছে বাংলাদেশ। একইদিন শ্রীলঙ্কা দলও চট্টগ্রামে পৌঁছে গেছে। দুপুরে দুই দল এবং রাতে রাজ্জাক দলের সঙ্গে যোগ দেন। চার বছর পর টেস্ট দলে ডাক পেলেন রাজ্জাক। ২০১৪ সালের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন ১২ টেস্ট খেলে ২৩ উইকেট নেয়া রাজ্জাক। এরপর থেকে আর টেস্ট দলে সুযোগ পাননি। তবে ঘরোয়া ক্রিকেট মাতিয়ে গেছেন। ৫০০ উইকেটের মালিক হয়েছেন রাজ্জাক। বাংলাদেশ ক্রিকেট লীগের দ্বিতীয় রাউন্ডে উইকেট পাওয়ার মধ্য দিয়ে ৫০০তম উইকেট শিকারের কৃতিত্ব গড়েন রাজ্জাক। এবারও আবার শ্রীলঙ্কার বিপক্ষেই তার প্রত্যাবর্তন হচ্ছে। রাজ্জাকের অন্তর্ভুক্তি নিয়ে বিসিবি অবশ্য কিছুই খোলাসা করেনি। তবে বিসিবি সূত্রে জানা গেছে, রাজ্জাককে অনুশীলনে যোগ দেয়ার জন্য বলা হয়েছে। তবে দলের সঙ্গেই রাজ্জাককে রাখা হবে। সাকিবের অভাব পূরণের বিষয়টি রাজ্জাককে দিয়েই পুষিয়ে দেয়ার চেষ্টাও করা হবে। সঙ্গে ১৭ বছর ধরে ক্রিকেট খেলা রাজ্জাকের অভিজ্ঞতা অন্য স্পিনারদের জন্যও কাজে দেবে, এমনই ভাবা হচ্ছে। দল থেকে বাদ পড়ার পরই প্রথম শ্রেণীর ক্রিকেটে নিয়মিত উইকেট পাচ্ছেন ৩৫ বছর বয়সী এই স্পিনার। সবমিলিয়ে ১১৪ ম্যাচে ৫১০ উইকেট তুলে নিয়ে বাংলাদেশের বোলারদের মধ্যে শীর্ষে আছেন তিনি। রাজ্জাককে নিয়ে এখন ভরসা করা হচ্ছে। সেই ভরসার প্রতিদান এখন রাজ্জাক দিলেই হয়। অভিজ্ঞতা কাজে লাগাতে পারলেই হয়। তার অভিজ্ঞতায় যদি বাংলাদেশ এখন ভাল করে তাহলে ৮ ফেব্রুয়ারি ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠেয় দ্বিতীয় টেস্টেও খেলতে পারবেন রাজ্জাক। তবে আপাতত প্রথম টেস্ট নিয়েই সব ভাবনা চলছে। সেই টেস্ট খেলতে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দলের ক্রিকেটাররা এখন চট্টগ্রামে আছে। আজ দুই দলই অনুশীলন করতে শুরু করবেন। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের দলে রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ (সম্ভাব্য অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহীম, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, নাঈম হাসান, সানজামুল ইসলাম ও তানভির হায়দার। এবার দলের সঙ্গে যোগ হলেন রাজ্জাক। ১৬ সদস্যের দল হয়ে গেল এখন। তামিম ইকবাল ও রাজ্জাককে বাদ দিয়ে বাকিরা সবাই দুপুরে চট্টগ্রামে পৌঁছে। রাজ্জাক ও তামিম রাতে চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দেন।
×