ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কোহলিদের কাছেই থাকছে টেস্টের ট্রফি

প্রকাশিত: ০৬:১৯, ২৯ জানুয়ারি ২০১৮

কোহলিদের কাছেই থাকছে টেস্টের ট্রফি

স্পোর্টস রিপোর্টার ॥ ভাগ্য সাহসীদের সঙ্গে থাকে। নেতৃত্বের শুরু থেকেই আগ্রাসী ক্রিকেটের বার্তা দিয়ে এসেছিলেন বিরাট কোহলি। দলকে টেস্ট র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে তুলে দক্ষিণ আফ্রিকায় গিয়েও সেখান থেকে একচুল সরে যাননি ক্রিকেটে সময়ের এই ওয়ান্ডারবয়। এমনকি টানা দুই হারে সিরিজ খোয়ানোর পরও নয়। ফলে জোহানেসবার্গের বিরূপ কন্ডিশন আর জঘন্য পিচেও ৬৩ রানের নাটকীয় জয়। ব্যবধান ২-১এ কমানোর পাশাপাশি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে কোহলি এ্যান্ড কোং, ২০১৮ টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফি ঘরে রাখাটাও নিশ্চিত করেছে ভারত। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠত্বের মুকুট যাচ্ছে মোড়লদের মাথায়। ভারতকে ৩-০তে ‘হোয়াইটওয়াশ’ করতে পারলে পরের সিরিজে শীর্ষে ওঠার সুযোগ থাকত দক্ষিণ আফ্রিকার সামনে। কিন্তু শেষ টেস্টে দারুণ জয়ে ব্যবধান কমিয়েছে সফরকারীরা। কোহলিরা নিশ্চিত করে টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফি ধরে রাখা ও মিলিয়ন ডলার প্রাইজমানি। আগামী ৩ এপ্রিল টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল পাবে ট্রফি ও প্রাইজমানি। প্রোটিয়ারা ২-১এ সিরিজ জিতলেও নিশ্চিত হয়েছে ওই সময় পর্যন্ত শীর্ষ দল ভারতই থাকছে এক নম্বরে। ১২৪ রেটিং পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করেছিল কোহলিরা। ১১১ পয়েন্ট নিয়ে দুইয়ে ছিল দক্ষিণ আফ্রিকা। সিরিজ জিতে প্রোটিয়ারা পেয়েছে ৪ পয়েন্ট, ভারত হারিয়েছে ৩ পয়েন্ট। তবে আগামী ৩ এপ্রিল পর্যন্ত ভারতের ১২১ পয়েন্ট ছাড়াতে পারবে না কোন দল। প্রতি বছর ১ এপ্রিল শীর্ষে থাকা দলকে দেয়া হয় ট্রফি ও প্রাইজমানি। এবার দুটি টেস্ট সিরিজের শেষদিন ৩ এপ্রিল বলে সে দিনকেই ডেডলাইন করা হয়েছে। শীর্ষস্থান নিশ্চিত করায় ট্রফি ধরে রাখার পাশাপাশি ভারত পাবে ১০ লাখ ডলার। গত বছর অস্ট্রেলিয়ার কাছ থেকে এই ট্রফি জিতে নিয়েছিল তারা। দক্ষিণ আফ্রিকা যদি এই সিরিজ ৩-০ ব্যবধানে জিততো তাহলে সামনে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজে ২-০ বা আরও বড় ব্যবধানে জিতলেই শীর্ষে উঠে যেত ফ্যাফ ডুপ্লেসিসের দল। প্রোটিয়াদের সামনে লড়াই এখন দ্বিতীয় স্থান ধরে রাখার। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে হারলেও অন্তত একটি টেস্ট জিততেই হবে তাদের।
×