ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ভ্যালেন্সিয়াকে হারিয়ে স্বস্তি রিয়াল মাদ্রিদের

প্রকাশিত: ০৬:১৯, ২৯ জানুয়ারি ২০১৮

ভ্যালেন্সিয়াকে হারিয়ে স্বস্তি রিয়াল মাদ্রিদের

স্পোর্টস রিপোর্টার ॥ দুঃসময় অতিবাহিত করা রিয়াল মাদ্রিদ স্প্যানিশ লা লিগায় স্বস্তির জয় পেয়েছে। শনিবার রাতে এ্যাওয়ে ম্যাচে স্বাগতিক ভ্যালেন্সিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে আসরের বর্তমান চ্যাম্পিয়নরা। রিয়ালের হয়ে পেনাল্টি থেকে জোড়া গোল করেছেন সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এর মধ্য দিয়ে তিনি পর্তুগাল জাতীয় দল ও ক্লাবের হয়ে পেনাল্টি থেকে ১০০ গোলের মাইফলক স্পর্শ করেছেন। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সিলোনা থেকে ১৬ পয়েন্ট পিছিয়ে ৩৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অবস্থান করছে রিয়াল। শীর্ষ দুই স্থানে থাকা বার্সিলোনা ও এ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট যথাক্রমে ৫৪ ও ৪৩। রিয়ালের থেকে দুই পয়েন্ট এগিয়ে তৃতীয় স্থানে ভ্যালেন্সিয়া। রবিবার রাতে বার্সা জিতলে ব্যবধান আবারও ১৯ পয়েন্ট হয়ে যাবে। মেস্টালার মাঠে এবারের মৌসুমে মাত্র একটি ম্যাচে হেরেছে ভ্যালেন্সিয়া। যে কারণে বাজে ফর্মে থাকা রিয়ালের বিরুদ্ধে ভাল করার স্বপ্ন ছিল স্বাগতিকদের। ৬০ মিনিট পর্যন্ত সমানতালে লড়াই করেও শেষ পর্যন্ত পারেনি তারা। নিজেদের মাঠে এমনিতেই শক্তিশালী ভ্যালেন্সিয়া গত আগস্টে রিয়ালের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল। ভালেন্সিয়ার আত্মবিশ্বাসী দ্রুতগতির কাউন্টার এ্যাটাকিং কৌশলে মাদ্রিদের রক্ষণভাগে রাফায়েল ভারানে ও নাচোকে প্রায় সমস্যায় পড়তে হয়েছে। আক্রমণ পাল্টা আক্রমণের ম্যাচে ১৬ মিনিটে গ্যারেথ বেলের হেড থেকে রোনাল্ডো মার্সেলোরা দিকে বল বাড়িয়ে দিলে ভ্যালেন্সিয়া বক্সের ভিতর ঢুকে পড়লে মার্টিন মনটোয়ার ফাউল করেন। স্পট কিক থেকে গোল করে রিয়ালকে এগিয়ে নেন রোনাল্ডো। ৩৮ মিনিটে মনটোয়ার আবারও ফাউল করলে দ্বিতীয় পেনাল্টি পায় রিয়াল। এবার স্পট কিক থেকে গোল করেন সি আর সেভেন। এবারের মৌসুমে লীগে এটা রোনাল্ডোর অষ্টম গোল। সেই সঙ্গে আরেকটি ব্যক্তিগত মাইলফলক স্পর্শ করেন পর্তুগাল অধিনায়ক। ক্যারিয়ারে পেনাল্টি থেকে গোল করার সংখ্যায় ১০০ ছাড়িয়ে গেছেন। প্রথম পেনাল্টি থেকে ১০০ নম্বর ও দ্বিতীয় পেনাল্টি থেকে ১০১ নম্বর গোল করেন বর্তমান ফিফা সেরা তারকা। এর মধ্যে ক্লাব ফুটবলে ৯৪টি ও জাতীয় দলের হয়ে ৭টি স্পট কিকে গোল করেছেন রোনাল্ডো। এবারের মৌসুমে মেস্টালায় ভিয়ালিয়ালের কাছে একমাত্র ম্যাচে পরাজিত হয়েছে ভ্যালেন্সিয়া। তবে মারসেরিনো গার্সিয়ার তরুণ তুর্কিরা অতীত ধারাবাহিকতায় নিজেদের লড়াইয়ে ফিরিয়ে আনার প্রচেষ্টা চালায়। বিরতির ঠিক আগে রডরিগো গোলের সুবর্ণ সুযোগ নষ্ট করেন। ৫৮ মিনিটে অবশ্য আর ভুল করেননি ২২ বছর বয়সী স্প্যানিশ স্ট্রাইকার সান্টি মিনা। কর্নার থেকে দারুণ হেডে ভ্যালেন্সিয়াকে লড়াইয়ে ফিরিয়ে আনেন মিনা। গত তিন ম্যাচে এটি তার তৃতীয় গোল। তবে ৮৪ মিনিটে মার্কো এ্যাসেনসিও’র দারুণ এক পাসে মার্সেলো রিয়ালের পক্ষে তৃতীয় গোল করেন। এই গোলেই জয় প্রায় নিশ্চিত হয়ে যায় রিয়ালের। ম্যাচ শেষের এক মিনিট আগে টনি ক্রুস চ্যাম্পিয়নদের হয়ে চার নম্বর গোল করেন। রিয়াল কোচ জিনেদিন জিদান গত ২৭৯ দিনে প্রথমবারের মতো নিজের ফেবারিট ফরোয়ার্ড লাইনআপ রোনাল্ডো, গ্যারেথ বেল ও করিম বেনজেমাকে এক সঙ্গে মাঠে নামান। ম্যাচ শেষে জিদান বলেন, বড় স্টেডিয়ামে এটি একটি বড় ম্যাচ ছিল। আমরা দারুণভাবে নিজেদের মেলে ধরেছি। এর অর্থ হচ্ছে আমরা এখনও প্রতিযোগিতায় টিকে আছি এবং আমরা লড়াই করতে প্রস্তুত। লীগে এখনও অনেক পথ বাকি আছে এবং আমরা সম্ভাব্য সেরাটাই দিতে চাই। দলকে টেনে তুলতে না পারলে কোচের চেয়ার ছাড়তে হতে পারে ফরাসী কিংবদন্তির। তবে এসব কিছু নিয়ে চিন্তা নেই বিশ্বকাপ জয়ী তারকার। জিজু বলেন, আমার বার্তা কাজ না করলে আমি কালই রিয়াল ছেড়ে চলে যাব। ফুটবলে ভালো-খারাপ সময় আসে। পরিস্থিতি পরিবর্তনের ইচ্ছা আমার আছে। আমার বিশ্বাস, মৌসুমের শেষ অবধি আমার চাকরি নিরাপদ।
×