ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রেনউইক যজ্ঞেশ্বরের ইপিএস বেড়েছে ৬০ শতাংশ

প্রকাশিত: ০৬:১১, ২৯ জানুয়ারি ২০১৮

রেনউইক যজ্ঞেশ্বরের ইপিএস বেড়েছে ৬০ শতাংশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে ৬০ শতাংশ। আগের বছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের ছয় মাসে (জুলাই-ডিসেম্বর ১৭) এই মুনাফা বেড়েছে। চলতি অর্থবছরের ছয় মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ১.৮৭ টাকা। যার পরিমাণ আগের বছরের একই সময়ে ছিল ১.১৭ টাকা। এ হিসাবে ইপিএস বেড়েছে ০.৭০ টাকা বা ৬০ শতাংশ। এদিকে চলতি অর্থবছরের ২য় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর ১৭) ইপিএস হয়েছে ১.২১ টাকা। যার পরিমাণ আগের বছরের একই সময়ে ছিল ০.৮৩ টাকা। এ হিসাবে ইপিএস বেড়েছে ০.৩৮ টাকা বা ৪৬ শতাংশ। কোম্পানিটির ২০১৭ সালের ৩১ ডিসেম্বর সমন্বিত নিট শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ঋণাত্মক ৩০.৮৩ টাকা। -অর্থনৈতিক রিপোর্টার
×