ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এ ক্যাটাগরিতে উন্নীত আলিফ ইন্ডাস্ট্রিজ

প্রকাশিত: ০৬:১১, ২৯ জানুয়ারি ২০১৮

এ ক্যাটাগরিতে উন্নীত আলিফ ইন্ডাস্ট্রিজ

ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটে থেকে ফিরে জেড ক্যাটাগরির আওতায় মূল মার্কেটে লেনদেন শুরু করে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ১০ শতাংশ নগদ ও ২৫ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদান করে জেড ক্যাটাগরি থেকে বেরিয়ে এসেছে আলিফ ইন্ডাস্ট্রিজ। আজ থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরির আওতায় লেনদেন করবে। আর আগামী ৩০ কার্যদিবস এ কোম্পানির শেয়ার লেনদেনে কোনো মার্জিন ঋণ সুবিধা পাওয়া যাবে না বলে ডিএসই সূত্রে জানা গেছে। কোম্পানিটির বর্তমান শেয়ার দর ১০০.২০ টাকা। এর মোট ৩ কোটি ৭৫ লাখ ৯৭ হাজার শেয়ারের মধ্যে পরিচালনা পর্ষদের কাছে রয়েছে ৬৩.৬২ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ১৫.৯৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ২০.৪৪ শতাংশ শেয়ার। -অর্থনৈতিক রিপোর্টার
×