ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কুইন সাউথের আইপিওতে ৩৭ গুণ আবেদন

প্রকাশিত: ০৬:১০, ২৯ জানুয়ারি ২০১৮

কুইন সাউথের আইপিওতে ৩৭ গুণ আবেদন

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া কুইন সাউথ টেক্সটাইল মিলের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) ৩৭.৩১গুণ আবেদন জমা পড়েছে। কোম্পানির সচিব মাসুম রানা এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে ৬২গুণ এবং বিদেশী বিনিয়োগকারীদের কাছ থেকে ৯৭ হাজার আবেদন জমা পড়েছে। কোম্পানির আইপিওতে আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেয়ার জন্য আগামী ১ ফেব্রুয়ারি, রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে লটারির ড্র অনুষ্ঠিত হবে। এর আগে ৭ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত কুইন সাউথ টেক্সটাইলের আইপিওতে আবেদন গ্রহণ করা হয়। আর ১৪ নবেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ৬১৫তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়। কোম্পানিটি শেয়ারবাজারে ১ কোটি ৫০ লাখ শেয়ার ছেড়ে ১৫ কোটি টাকা উত্তোলন করবে। প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। আইপিও’র মাধ্যমে অর্থ উত্তোলন করে কোম্পানিটি স্বয়ংক্রিয় ওয়ারহাউজ নির্মাণ, মেশিনারিজ ক্রয়, কারখানা আধুনিকায়ন, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খাতে ব্যয় করবে।
×