ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মালিকানা বাড়াতে কয়েক হাজার শতাংশ বোনাস শেয়ার ছাড়ল এনার্জি প্যাক

প্রকাশিত: ০৬:১০, ২৯ জানুয়ারি ২০১৮

মালিকানা বাড়াতে কয়েক হাজার  শতাংশ বোনাস শেয়ার ছাড়ল  এনার্জি প্যাক

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজার থেকে টাকা উত্তোলনের আগে উদ্যোক্তা/পরিচালকদের মালিকানা বাড়ানোর লক্ষ্যে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন কর্তৃপক্ষ কয়েক হাজার শতাংশ পর্যন্ত বোনাস শেয়ার ইস্যু করেছে। এমনকী বছরে ২ বারও বোনাস শেয়ার দেয়া হয়েছে। তবে প্লেসমেন্টে শেয়ার বিক্রির পরে এই বোনাস শেয়ার ইস্যুর পরিমাণ মাত্র ৫ শতাংশে নেমে এসেছে। কোম্পানিটির রেড হেরিং প্রসপেক্টাস বিশ্লেষণে এসব তথ্য বেরিয়ে এসেছে। দেখা গেছে, কোম্পানিটিতে উদ্যোক্তা/পরিচালকেরা ১৯৯৫ সালে ৬ লাখ টাকা ও ২০০১ সালে ১৪ লাখ টাকা বিনিয়োগ করে। তবে এই ২০ লাখ টাকাকে বোনাস শেয়ার ইস্যুর মাধ্যমে ১৪৯ কোটি ৮৭ লাখ টাকায় উন্নীত করা হয়েছে। এ ক্ষেত্রে ২০১১ সালে উদ্যোক্তা/পরিচালকদের ২০ লাখ টাকার ওপরে ৪ হাজার ৭৫০ শতাংশ হারে ৯ কোটি ৫০ লাখ টাকার বোনাস শেয়ার দেয়া হয়। এরপরে চক্রবৃদ্ধি হারে ৯ কোটি ৭০ লাখ টাকার ওপরে ৪৮০ শতাংশ হারে ২০১২ সালের ২৬ আগস্ট ৪৬ কোটি ৫৬ লাখ টাকার বোনাস শেয়ার দেয়। এ ছাড়া একই বছরের ১৯ ডিসেম্বর ৫৬ কোটি ২৬ লাখ টাকার ওপরে ১০৫ শতাংশ হারে ৫৯ কোটি ৭ লাখ টাকার বোনাস শেয়ার দেয়া হয়। যাতে উদ্যোক্তাদের ২০ লাখ টাকার মালিকানা বেড়ে দাঁড়িয়েছে ১১৫ কোটি ৩৩ লাখ টাকায়। এ দিকে ২০১৩ সালের ১ অক্টোবর প্লেসেমেন্টে ২৭ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ইস্যু করা হয়েছে। এরপরেই প্রতিষ্ঠানটির বোনাস শেয়ার নেমে এসেছে ৫ শতাংশে। ২০১৪ সালের ১৬ অক্টোবর ৫ শতাংশ হারে ৭ কোটি ১৪ লাখ টাকার বোনাস শেয়ার ইস্যু করা হয়েছে। এর মধ্যে প্লেসমেন্টধারীরা পেয়েছে ১ কোটি ৩৭ লাখ টাকার। আর বাকি ৫ কোটি ৭৭ লাখ টাকা মূলধনের মালিকানা পেয়েছে উদ্যোক্তা/পরিচালকেরা। কোম্পানিটির ২০১২-১৩ অর্থবছরের পরে মুনাফা কমতে শুরু করে। যা ধারাবাহিকভাবে ২০১৫-১৬ অর্থবছর পর্যন্ত কমেছে। তবে শেয়ারবাজারে আসার আগে ২০১৬-১৭ অর্থবছরে মুনাফা বেড়েছে। তারপরেও ২০১৬-১৭ অর্থবছরের মুনাফা ২০১২-১৩ অর্থবছরের তুলনায় অর্ধেকেরও কম। এ হিসাবে প্রতিষ্ঠানটির ব্যবসায় আর আগের মতো সুবিধাজনক অবস্থায় নাই। দেখা গেছে, কোম্পানিটির ২০১২-১৩ অর্থবছরে নিট মুনাফা হয়েছিল ৬৩ কোটি ৬৬ লাখ টাকা। যা পরবর্তী অর্থাৎ ২০১৩-১৪ অর্থবছরে কমে হয় ৪০ কোটি ২১ লাখ টাকা। এরপরে আরও কমে ২০১৪-১৫ অর্থবছরে ২৬ কোটি ৮৬ লাখ টাকা ও ২০১৫-১৬ অর্থবছরে ১৫ কোটি ১ লাখ টাকা মুনাফা হয়েছে।
×