ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মুজাহিদের দেয়া সমবায় সমিতিগুলো তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে ॥ মেনন

প্রকাশিত: ০৫:৩৬, ২৯ জানুয়ারি ২০১৮

মুজাহিদের দেয়া  সমবায় সমিতিগুলো তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে ॥ মেনন

সংসদ রিপোর্টার ॥ বিএনপি-জামায়াতের সময় যুদ্ধাপরাধের দায়ে ফাঁসিরকাষ্ঠে ঝোলানো জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদ সমাজকল্যাণমন্ত্রী থাকাকালীন বহু সমবায় সমিতির রেজিস্ট্রেশন দিয়েছিলেন। তিনি নামে-বেনামে বিতর্কিত প্রতিষ্ঠানকেও রেজিস্ট্রেশন দিয়েছিলেন। এসব সমিতি মন্ত্রণালয়ের মাধ্যমে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে রবিবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সরকারদলীয় সংসদ সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইনের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রেজিস্ট্রেশন অনুযায়ী সারাদেশে ৬৫ হাজারের মতো সমবায় সমিতি রয়েছে।
×