ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সংসদে গৃহায়নমন্ত্রী

গত চার বছরে ১৫ হাজারেরও বেশি প্লট ও ফ্ল্যাট বরাদ্দ দেয়া হয়েছে

প্রকাশিত: ০৫:৩৫, ২৯ জানুয়ারি ২০১৮

গত চার বছরে ১৫ হাজারেরও বেশি প্লট ও ফ্ল্যাট বরাদ্দ দেয়া হয়েছে

সংসদ রিপোর্টার ॥ বর্তমান সরকারের গত চার বছর মেয়াদে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ পাঁচ ৫৯৯ প্লট এবং নয় হাজার ৯২৮ প্লট বরাদ্দ দিয়েছে। এর মধ্যে ১৭৪ সংসদ সদস্য প্লট এবং পাঁচজন ফ্ল্যাট বরাদ্দ পেয়েছেন। একই সময়ে সারাদেশে প্লট পেয়েছেন ২৫৪ বীর মুক্তিযোদ্ধা। মন্ত্রণালয়ের আওতায় নয় হাজার ৯২৮ ফ্ল্যাট চার হাজার ৮২৩ কোটি ৭৫ লাখ টাকায় বিক্রি করা হয়েছে। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে রবিবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য নুরুল ইসলাম মিলনের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তিনি জানান, বর্তমান সরকারের আমলে রাজধানী, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের মাধ্যমে উল্লেখিত ১৭৯ সংসদ সদস্য প্লট ও ফ্ল্যাট পেয়েছেন।
×