ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়াকে জেলে পাঠানো হলে সিনিয়র নেতারা স্বেচ্ছায় কারাবরণে প্রস্তুত॥ ড. মোশাররফ

প্রকাশিত: ০৫:৩৫, ২৯ জানুয়ারি ২০১৮

খালেদা জিয়াকে জেলে পাঠানো হলে সিনিয়র নেতারা স্বেচ্ছায় কারাবরণে প্রস্তুত॥ ড. মোশাররফ

স্টাফ রিপোর্টার ॥ খালেদা জিয়ার মামলার রায় নিয়ে সন্দেহ প্রকাশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, যদি অন্যায়ভাবে সাজা দিয়ে জেলে দেয়া হয় তাহলে সরকার পতনের আন্দোলন শুরু হবে। তিনি বলেন, মামলায় খালেদা জিয়াকে জেলে পাঠানো হলে বিএনপির সিনিয়র নেতারা স্বেচ্ছায় কারাবরণে প্রস্তুত। রবিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল ও সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলীর মুক্তির দাবিতে সংগঠনের ঢাকা মহানগর উত্তর শাখা আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খালেদা জিয়াকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে বাইরে রাখার ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে ড. মোশাররফ বলেন, যদি ন্যায়ভিত্তিক সুবিচার ও সাক্ষী প্রমাণের ভিত্তিতে রায় দেয়া হয় তাহলে খালেদা জিয়া বেকসুর খালাস পাবেন। আর তা হয়ে যদি তার বিরুদ্ধে অন্যায়ভাবে রায় দেয়া হয় তাহলে খালেদা জিয়ার মুক্তির দাবি নয়, আন্দোলনের মাধ্যমে সরকারের পতন নিশ্চিত করে নির্বাচনকালীন সরকার প্রতিষ্ঠা করে খালেদা জিয়ার নেতৃত্বে জনগণের সরকার গঠন করা হবে। তিনি বলেন, খালেদা জিয়া ব্যতীত একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে না। নির্বাচন হতে দেয়া হবে না। আয়োজক সংগঠনের নেতা ফখরুল ইসলাম রবিনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সফুসহ আরও ক’জন বক্তব্য রাখেন। আওয়ামী লীগ ক্ষমতা দখল করতে চায়, ফখরুল ॥ ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো বিনা ভোটের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ আবারো রাষ্ট্রক্ষমতা দখল করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন। গাজীপুর জেলা বিএনপির কর্মীসভা থেকে নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে অভিযোগ করে তিনি ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তি দাবি করেন। তিনি বলেন, ভয়াবহ দুঃশাসন বজায় রেখে, ভয় দেখিয়ে এদেশে আর প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত হতে দেবে না জনগণ। খালেদাকে কারাগারে নিলে মুক্তির আগেই সরকারের পতন, গয়েশ্বর ॥ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে কারাগারে নিলে তার মুক্তির আগেই বর্তমান সরকারের পতন হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। রবিার দুপুরে জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদ এ আলোচনার আয়োজন করে। গয়েশ্বর বলেন, খালেদা জিয়াকে কারাগারে নিলে দেশ তখন কারাগারে পরিণত হবে। সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিএনপি সরব হলে সিডরের চেয়েও ভয়ঙ্কর হবে। বিএনপি নেতাদের জেলে নিয়ে কিছুদিন থামিয়ে রাখতে পারবেন কিন্তু চিরকাল তা পারবেন না। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ক্ষমতার দাম্ভিকতা ছেড়ে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিন। ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য গণতন্ত্র হত্যা করলে আপনি টিকে থাকতে পারবেন না। আঘাতের আগে পাল্টা আঘাতের চিন্তা করবেন। আয়োজক সংগঠনের সভাপতি মো. আলমগীর হোসেন লাবুর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমত উল্লাহ প্রমুখ।
×