ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উপজেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য পদে উপ-নির্বাচনে ভোট গ্রহণ আজ

প্রকাশিত: ০৫:৩২, ২৯ জানুয়ারি ২০১৮

উপজেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য পদে উপ-নির্বাচনে ভোট গ্রহণ আজ

স্টাফ রিপোর্টার ॥ উপজেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য পদে উপ-নির্বাচনে ভোট গ্রহণ করা হচ্ছে আজ সোমবার। নির্বাচন কমিশন জানিয়েছে সারাদেশে ৪৯১টি উপজেলা পরিষদের সংরক্ষিত ১ হাজার ৪৯১টি শূন্য পদে নির্বাচনের জন্য ভোট গ্রহণ করা হচ্ছে। ওইদিন সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোট নেয়ার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইসি কর্মকর্তারা জানিয়েছেন দেশের সব উপজেলায় প্রায় দেড় হাজার সংরক্ষিত নারী সদস্যের পদ রয়েছে। আর ভোটার রয়েছেন প্রায় ১৪ হাজার জন। সংশ্লিষ্ট উপজেলা সদরের একটি ভোট কেন্দ্রে ভোট নেয়া হবে।
×