ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এ্যাপ থাকলেই সাংবাদিক

প্রকাশিত: ০৫:৩১, ২৯ জানুয়ারি ২০১৮

এ্যাপ থাকলেই সাংবাদিক

নিজেদের স্থানীয় সম্প্রদায়ের বিষয়ে যে কেউই পারবেন সংবাদ পাঠাতে। এমন সুযোগ দিতে বুলেটিন নামে নতুন এক এ্যাপ আনছে ওয়েব জায়ান্ট গুগল। এই এ্যাপ ব্যবহারকারীদের বর্তমানে থাকা কোন ব্লগ বা ওয়েবসাইট ছাড়াই তাদের স্মার্টফোন থেকে সরাসরি ওয়েবে ছবি, ভিডিও আর মেসেজ পাঠানোর সুযোগ দেবে। গুগলের পক্ষ থেকে বলা হয়, বুলেটিনের প্রতিবেদনগুলো উন্মুক্ত আর গুগল সার্চের মাধ্যমে এগুলো পাওয়া যাবে। এ ছাড়াও এই প্রতিবেদনগুলো সামাজিক মাধ্যমগুলোতে শেয়ার করা আর ইমেল ও মেসেজিং এ্যাপের মাধ্যমে পাঠানো যাবে। টুইটার আর ফেসবুকের মতো সামাজিক মাধ্যমগুলো যে প্রচলিত উপায়ে সংবাদ দেখায়, গুগলের নতুন এ্যাপের পুরো ধারণায় তা জোর পেয়েছে বলে ধারণা হচ্ছে- এমনটাই বলা হয়েছে প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদনে। মাইক্রোব্লগিং সাইট টুইটার ইতোমধ্যে দ্রুত সংবাদ ও ব্রেকিং নিউজ পাওয়ার একটি বাস্তব মাধ্যম হয়ে উঠেছে। সংবাদ প্রচারিত হচ্ছে ফেসবুকেও। এমন অবস্থায় বুলেটিনের প্রতিদ্বন্দ্বিতা যে কঠিন হবে তা নিয়ে কোন সন্দেহ নেই- উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে। বর্তমানে বুলেটিন এ্যাপটি সীমিত পরিসরে পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে। যুক্তরাষ্ট্রের ন্যাশভিল আর অকল্যান্ডে এই পরীক্ষা চালানো হবে। -ইয়াহু নিউজ
×