ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অমরত্বের পথে ফেদেরার

প্রকাশিত: ০৫:০৫, ২৯ জানুয়ারি ২০১৮

অমরত্বের পথে ফেদেরার

জি এম. মোস্তফা ॥ আরও একবার অস্ট্রেলিয়ান ওপেনের ট্রফিটাকে উঁচিয়ে ধরলেন রজার ফেদেরার। পাঁচ সেটের কঠিন লড়াইয়ে মারিন চিলিচকে পরাজিত করে মৌসুমের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের ষষ্ঠ শিরোপা জয়ের স্বাদ পেলেন তিনি। সেই সঙ্গে ক্যারিয়ারের মোট গ্র্যান্ডস্লাম সংখ্যাটাকে নিয়ে গেলেন ২০-এ। শুধু কী তাই? সুইস টেনিসের এই জীবন্ত কিংবদন্তি যে হাঁটলেন অমরত্বের পথেও। গত দেড় দশক ধরেই টেনিস কোর্টে রাজত্ব করছেন রজার ফেদেরার। অসাধারণ সব পারফর্মেন্স উপহার দিয়ে নিজেকে নিয়ে গেছেন অন্য এক উচ্চতায়। চোট-ফর্মহীনতার কারণে মাঝের কিছুটা সময় খুব বাজে কেটেছে তার। ২০১২ সালে উইম্বলডন জয়ের পরের পাঁচ বছরে মেজর কোন শিরোপারই দেখা পাননি তিনি। তবে জাত চ্যাম্পিয়ন বলে কথা। গত বছরই স্বরূপে ফেরেন সুইজারল্যান্ডের এই টেনিস তারকা। শুরুটা মৌসুমের প্রথম গ্র্যান্ডস্লাম অস্ট্রেলিয়ান ওপেন জিতে। এরপর উইম্বলডনে চ্যাম্পিয়ন হয়ে গ্র্যান্ডস্লামের সংখ্যাটাকে নিয়ে যান উনিশে। রবিবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ৬-২, ৬-৭ (৫/৭), ৬-৩, ৩-৬ এবং ৬-১ গেমে মারিন চিলিচকে পরাজিত করে পুরুষ এককে প্রথম খেলোয়াড় হিসেবে ২০তম গ্র্যান্ডস্লাম জয়ের বিস্ময়কর কীর্তি গড়েন ফেদেরার। সেই সঙ্গে দ্বিতীয় বয়স্ক খেলোয়াড় হিসেবে গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের শিরোপা উঁচিয়ে ধরেন তিনি। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকার আগে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে গ্র্যান্ডস্লাম জয়ের কীর্তিটা এখনও কেন রোজওয়েলের দখলে। তবে নতুন মৌসুমের প্রথম শিরোপাটা খুব সহজে আসেনি তার। প্রতিপক্ষকে হারাতে ফেড এক্সপ্রেসের এদিন সময় লাগে তিন ঘণ্টা তিন মিনিট। খোদ ফেদেরারেরই বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তা। ম্যাচের শেষে তাই নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘এটা সত্যিই অবিশ্বাস্য, আমি খুবই খুশি। যেন স্বপ্ন সত্যি হওয়ার মতোই ব্যাপার।’ হেরে গেলেও ফাইনালে উঠার আনন্দে রোমাঞ্চিত ক্রোয়েশিয়ার চিলিচ। এবার গ্র্যান্ডস্লামটা হাতছাড়া হয়ে গেলেও ভবিষ্যতে তা নিজের করে নিতে দারুণ আত্মবিশ্বাসী সাবেক ইউএস ওপেনের এই চ্যাম্পিয়ন। তিনি বলেন, ‘ফাইনালে আসাটাও আমার জন্য বিস্ময়কর এক জার্নি। এবার না পারলেও ভবিষ্যতে এই শিরোপা উঁচিয়ে ধরতে পারব বলেই বিশ্বাস আমার।’ চিলিচকে হারিয়ে পুরুষ এককে সর্বকালের সর্বোচ্চ ২০ গ্র্যান্ডস্লামের মালিক এখন ফেদেরার। চিরপ্রতিদ্বন্দ্বী নাদালের সংখ্যাটা তারচেয়েও চারটি কম। মহিলা এককে সেরেনা উইলিয়ামসের এই সংখ্যাটা ২৩। সবমিলিয়ে সর্বোচ্চ ২৪ গ্র্যান্ডস্লাম জেতা মার্গারেট কোর্টের চেয়ে চারটি কম ফেদেরারের।
×