ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দনিয়ায় লোক উৎসবের সমাপনী

প্রকাশিত: ০৪:২৪, ২৯ জানুয়ারি ২০১৮

দনিয়ায় লোক উৎসবের সমাপনী

স্টাফ রিপোর্টার ॥ দনিয়ায় প্রথমবারের মত আয়োজিত ‘লোক উৎসব-১৪২৪’ জাঁকজমক পূর্ণভাবে শেষ হয়েছে। উৎসবের শেষ দিন সন্ধ্যা ৬টায় প্রখ্যাত লোকসঙ্গীতশিল্পী ইন্দ্রমোহন রাজবংশী সঙ্গীত পরিবেশন করেন। এর আগে তিনি ঐতিহ্যবাহী লোকজ সংস্কৃতিসহ সাম্প্রতিক সময়ে শিশু-কিশোর যুবকদের মোবাইল এবং ইন্টানেটের সঠিক ব্যবহার নিয়ে আলোচনা করেন। পরে হাজারো মানুষের সামনে লোক সঙ্গীত পরিবেশ করেন তিনি। এর আগে তাকে ফুলেল শুভেচ্ছা জানান উৎসব আহবায়ক। পরে স্বভূমি, বহ্নিশিখা, লালন পড়শী একাডেমি, চারণের শিল্পীরা লোক সঙ্গীত পরিবেশন করে। উৎসবের তৃতীয় দিন ৬টি স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা লোকজ বিভিন্ন খেলায় অংশ নিয়ে আনন্দে মেতে ওঠে। বিকেল ৫টায় বাউল গান পরিবেশন করেন কাননবালা সরকার, সান্তা সরকার, দিলবাহার, শ্যাম পাল এবং দনিয়া সবুজ কুড়ি কচিকাঁচা মেলার শিশু শিল্পীরা। এছাড়া বঙ্গলোকের ‘রূপচান সুন্দরীর পালা’, জলের গান পরিবেশন করা হয়। উৎসবের প্রধান সমন্বয়ক ছিলেন আবৃত্তি শিল্পী হাসান আরিফ। এ আয়োজনে পৃষ্ঠপোষকতা করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এ ছাড়া দনিয়া সাংস্কৃতিক জোটভূক্ত বিভিন্ন সংগঠন এবং দনিয়া কলেজও এই উৎসবে সহযোগিতা করে।
×