ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গীতাঞ্জলির দুই দিনব্যাপী বর্নাঢ্য নৃত্য উৎসব

প্রকাশিত: ০৪:২৩, ২৯ জানুয়ারি ২০১৮

গীতাঞ্জলির দুই দিনব্যাপী বর্নাঢ্য নৃত্য উৎসব

স্টাফ রিপোর্টার ॥ সংস্কৃতির অন্যতম গুরুত্বপুর্ণ মাধ্য নৃত্য শিল্পের বিকাশের লক্ষ্যে উত্তরার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক চর্চাকেন্দ্র গীতাঞ্জলি ললিতকলা একাডেমি আয়োজিত দুই দিনব্যাপী এক বর্ণাঢ্য নৃত্য উৎসব শেষ হয়েছে। উত্তরার রবীন্দ্র স্মরণির বটমূলে গত ২৬ এবং ২৭ জানুয়ারি আয়োজিত ওই উৎসবে দেশের জনপ্রিয় ও স্বনামধন্য নৃত্য সংগঠন ও নৃত্যশিল্পীরা পারফর্ম করে। এ প্রসঙ্গে গীতাঞ্জলি ললিতকলা একাডেমির পরিচালক (প্রধান নির্বাহী) মাহবুব আমিন মিঠু জানান ঢাকা মহানগর উত্তরায় আয়োজিত প্রথম একটি নৃত্য উৎসব সদ্য প্রয়াত নৃত্যগুরুমাতা রাহিজা খানম ঝুনুর উৎসর্গ করা হয়। উৎসবে দেশের স্বনামধন্য ও জনপ্রিয় নৃত্য পরিচালকদের পরিচালনায় প্রায় ১৫টি নৃত্যদল অংশগ্রহণ করে। উৎসবের সমাপনী দিনে বিশিষ্ট শিক্ষাবিদ ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলামের সভাতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান ও ঢাকা মহানগর উত্তরের অতি. উপ-পুলিশ কমিশনার শাহেন শাহ্ মাহমুদ। গীতাঞ্জলি নৃত্য উৎসবের আহ্বায়ক একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মাহবুব আমিন মিঠু স্বাগত বক্তব্যে উৎসবের সঙ্গে সংশ্লিষ্ট সকল একাডেমি পৃষ্ঠপোষক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। উৎসব সমাপনী দিনে বুলবুল একাডেমি অব ফাইন আর্টস, নন্দন কলাকেন্দ্র, নৃত্যকথা, ঘাসফুল নদী শিল্পীগোষ্ঠী, অঞ্জলি নৃত্যকলা নিকেতন, দি এক্সোডাস মিউজিক একাডেমি ও গীতাঞ্জলির শিল্পীদের পরিবেশনা উপস্থিত দর্শকশ্রোতাকে মুগ্ধ করে। গীতাঞ্জলি লতিলতকলা একাডেমি সুস্থ ধারার একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান। ঢাকা মহানগর উত্তরা এলাকায় উপস্থিত এই সংগঠনটি প্রায় চৌদ্দ বছর ধরে এই অঞ্চলের শিল্প, সাহিত্য ও সংস্কৃতি অনুরাগীদের নিয়ে বছরে বিভিন্ন সময়ে জাতীয় দিবসে অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি সঙ্গীত, নাটক, অংকন বিষয় নিয়ে উৎসব আয়োজন করে থাকে। এবার এই অঞ্চলে প্রথম আয়োজিত নৃত্য উৎসব স্থানীয় দর্শনার্থীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃস্টি করে।
×