ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গানে আবৃত্তিতে ওয়াহিদুল হক স্মরণ

প্রকাশিত: ০৪:২৩, ২৯ জানুয়ারি ২০১৮

গানে আবৃত্তিতে ওয়াহিদুল হক স্মরণ

স্টাফ রিপোর্টার ॥ কণ্ঠশীলন কার্যালয়ে শনিবার সন্ধ্যায় গান, আবৃত্তি আর স্মৃতিকথায় সঙ্গীতজ্ঞ ওয়াহিদুল হকের একাদশ মৃত্যুবার্ষিকী পালন করা হয়। নাট্য সংগঠন কণ্ঠশীলন আয়োজিত এ অনুষ্ঠানে ওয়াহিদুল হকের সঙ্গে পথচলার স্মৃতি তুলে ধরেন তার ছাত্র, সহকর্মী শিল্পী আব্দুল ওয়াদুদ, কণ্ঠশীলন অধ্যক্ষ মীর বরকত ও কণ্ঠশীলন সভাপতি গোলাম সারোয়ার। অনুষ্ঠানের শুরুতে কণ্ঠশীলনের সাবেক সভাপতি, কথাসাহিত্যিক সদ্যপ্রয়াত শওকত আলীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর ওয়াহিদুল হকের সঙ্গে পথচলার স্মৃতিময় কিছু ঘটনা তুলে ধরে বক্তারা বলেন, ওয়াহিদুল হক ছোট বড় সবার সঙ্গে মিশতেন এবং সম্মান করতেন। তার ভক্ত ছিল না এমন মানুষ খুব কম পাওয়া যাবে। তার সমস্ত কর্মজীবনে বাঙালী সংস্কৃতির আলো ফুটেছিল। সকল সাংস্কৃতিক আন্দোলনেও তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি মানুষের ভেতরে সঙ্গীতের অনুরণন তুলেছিলেন। ওয়াহিদুল হকের আদর্শে পথ চললে জীবনের পথগুলো অনেক বেশি সুন্দর হবে। ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, দেশের সবধরনের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনে ওয়াহিদুল হক ছিলেন এক নিরন্তর যোদ্ধা। স্মরণ অনুষ্ঠানে আবৃত্তি করেন একেএম শহীদুল্লাহ কায়সার, ইলা রহমান, নুরুজ্জামান নান্নু, কবি এএফ আকরাম হোসেন ও এসএম গাউসুল আজম। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রশিক্ষক নরোত্তম হালদার।
×