ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হিলারির প্রচার শিবিরেও যৌন হয়রানির অভিযোগ উঠেছিল

প্রকাশিত: ০৪:২২, ২৯ জানুয়ারি ২০১৮

হিলারির প্রচার শিবিরেও যৌন হয়রানির অভিযোগ উঠেছিল

যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় তার এক জ্যেষ্ঠ উপদেষ্টার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠলে তিনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন। পরবর্তীতে বিষয়টিকে তিনি আন্তরিকতার সঙ্গে সুরাহা করে দেন। খবর গার্ডিয়ান অনলাইনের শুক্রবার মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রচার ব্যবস্থাপকের পরামর্শ সত্ত্বেও যৌন হেনস্তার অভিযোগ আসা উপদেষ্টা বার্নস স্ট্রাইডারকে বরখাস্ত করতে রাজি হননি হিলারি। তিনি তাকে প্রচারাভিযান থেকে বাদ দিতে অস্বীকার করেন। এই প্রতিবেদনের জবাবে শুক্রবার ২০১৬ সালের ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী হিলারি টুইটারে বলেন, ২০০৮ সালে ঘটা একটি ঘটনা নিয়ে আজ পত্রিকায় খবর ছাপা হয়েছে। ওই ঘটনার পর আমি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলাম। কিন্তু ওই তরুণীকে সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলাম। আমি বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে সুরাহা করে দিয়েছিলাম। হিলারি বলেন, আমি আজ ওই নারীকে ফোন দিয়ে বলেছি, তার জন্য আমি কতটা গর্বিত। প্রতিটি নারীর কথা সবার শোনা উচিত। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, স্ট্রাইডারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আসার পর তার কয়েক সপ্তাহের বেতন আটকে দেয়া হয়েছিল।
×