ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:২০, ২৯ জানুয়ারি ২০১৮

টুকরো  খবর

ছাত্রলীগ কর্মী হত্যার বিচার দাবিতে বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২৮ জানুয়ারি ॥ ছাত্রলীগ কর্মী আরিফুল ইসলাম সাগর হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। রবিবার দুপুরে শহরের কাচারিপাড়া এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি পেশ করা হয়। এর আগে মিছিলপূর্ব পথসভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ও ওয়ার্ড কাউন্সিলর রিয়াজুল হাসান, সাবেক ছাত্রলীগ নেতা সোহেল রানা, নিহত সাগরের ভাই সাদ্দাম হোসেনসহ স্থানীয়রা। এ সময় বক্তারা বলেন, শহরের চিহ্নিত সন্ত্রাসী লগ বাবুর নেতৃত্বে সন্ত্রাসীরা দিবালোকে সাগরকে তুলে নিয়ে নৃশংসভাবে পিটিয়ে ও গুলি করে হত্যা করে। ঘটনার তিন সপ্তাহ পেরিয়ে গেলেও পুলিশ আসামিদের গ্রেফতার করতে পারেনি। আসামিরা মামলা তুলে নিতে প্রতিনিয়ত ভয়ভীতি প্রদর্শন করছে। বক্তারা অবিলম্বে আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। উল্লেখ্য, জেলা শহরের কাচারিপাড়া এলাকার শেখ শহিদুল্লাহ বাচ্চু ক্লাবে ভাংচুর চালায় একদল দুর্বৃত্ত। নড়াইলে মানববন্ধন নিজস্বসংবাদদাতা, নড়াইল, ২৮ জানুয়ারি ॥ লোহাগড়ায় সরকারী জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসীর আয়োজনে রবিবার দুপুরে লোহাগড়া উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক মেম্বার বাবন শেখ, আনিসুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, লোহাগড়া পৌরসভার লক্ষ্মীপাশা এলাকায় একটি রাস্তা অবৈধভাবে দখল করে শেখ মশিয়ার রহমান ঘরের বারান্দা ও টয়লেট নির্মাণ করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। টয়লেটের ময়লা ও দুর্গন্ধে এলাকার মানুষ যাতায়াত করতে পারেন না। অবৈধ দখলমুক্ত করে রাস্তাটি এলাকাবাসী চলাচলের জন্য উন্মুক্ত করার জোর দাবি জানান। পরে লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসী। স্কুল এ্যান্ড কলেজে ৫০ বছর পূর্তি নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ২৮ জানুয়ারি ॥ টঙ্গীর হারবাইদ স্কুল এ্যান্ড কলেজ প্রতিষ্ঠার ৫০বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী উৎসব রবিবার কলেজ প্রাঙ্গণে গবর্নিং বডির সভাপতি আব্দুল মালেক সরকারের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক কামরুজ্জামান সরকারের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। কলেজটির ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। এর আগে সুবর্ণ জয়ন্তীর উৎসবটির উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ জাহিদ আহসান রাসেল এমপি, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি, টঙ্গী পৌরসভার সাবেক মেয়র মুক্তিযোদ্ধা এ্যাড. আজমত উল্লা খান, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. গিয়াস উদ্দিন মিয়া, গাজীপুর মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক জাহিদ আল মামুন, হারবাইদ স্কুল এ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আক্তার হোসেন সরকার প্রমুখ। স্কুলছাত্র হত্যার বিচার দাবি নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ২৮ জানুয়ারি ॥ সড়কে যন্ত্রদানব নিষিদ্ধ করা ও ট্রাক্টরের চাপায় নিহত স্কুলছাত্র নাজিম উদ্দিনের হত্যাকারীদের বিচার দাবি করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে তার স্কুলের সহপাঠী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী। রবিবার দুপুরে জেলার ফরিদগঞ্জ উপজেলার ১২ নম্বর চরদুঃখিয়া ইউনিয়নের উত্তর বিষকাটালি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এসব কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে কৃষি কাজে ব্যবহৃত ট্রাক্টর সড়কে মালামাল পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ করার জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে অনুরোধ জানান। একই সঙ্গে তারা স্কুলছাত্র নাজিম উদ্দিনের হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় নিয়ে এসে বিচার দাবি করেন। তারা বলেন, বেপরোয়া গতিতে সড়কে ট্রাক্টরে চাপায় অনেকেই নিহত হয়েছেন। এসব দুর্ঘটনার কোন সুষ্ঠু বিচার না হওয়ায় ফরিদগঞ্জসহ পুরো জেলায় একের পর এক দুর্ঘটনায় শিশুসহ সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে। মানববন্ধনে ৯৫ নম্বর উত্তর বিষকাটালি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও নজির আহম্মেদ, প্রধান শিক্ষক নেছার আহাম্মদ, সহকারী এবং স্থানীয়দের মধ্যে শাহাজালাল গাজী, নিহত নাজিম উদ্দিনের পিতা নূর মোহাম্মদ, এইচএম আলাউদ্দিন পাটওয়ারী বক্তব্য রাখেন। দুই নিরাপত্তাকর্মীকে কুপিয়ে জখম স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা-মংলা রেল প্রকল্পের রূপসা রেলসেতুর নির্মাণ কাজের দুই নিরাপত্তাকর্মীকে কুপিয়ে জখম করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। শনিবার গভীর রাতে বটিয়াঘাটা উপজেলার এলএনটি প্রজেক্ট অফিসে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- আজম বিল্লা ও মোঃ ইমরান মোল্লা। বর্তমানে তারা খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় রবিবার বিকেলে বটিয়াঘাটা থানায় রূপসা রেলসেতু নির্মাণ কাজের ইন্ডাস্ট্রিয়াল রিলেশন ম্যানেজার সুব্রত বাদী হয়ে মামলা দায়ের করেছেন। সুব্রত বলেন, শনিবার রাতে অজ্ঞাত পরিচয়ে কতিপয় ব্যক্তি প্রকল্প এলাকায় ঢুকে আজম ও ইমরান মোল্লাকে কুপিয়ে ভয়ভীতি দেখিয়ে ফেলে রেখে যায়। তুলার গুদামে আগুন স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জেলার শ্রীপুরে টেপিরবাড়ি এলাকায় ভিয়েলাটেক্স স্পিনিং মিলস্ লিমিটেড (ইউনিট-২) কারখানার তুলার গুদামে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা শেখ সাদিকুর রহমান জানান, রবিবার দুপুর ১২টার দিকে কারখানার কর্মীরা গুদামের অভ্যন্তরে ধোঁয়া দেখতে পায়। কিছুক্ষণের মধ্যেই ধোঁয়ার পরিমাণ বেড়ে যায়। তাৎক্ষণিক কারখানার নিজস্ব ফায়ার ফাইটার দল আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। সংবাদ পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটও যোগ দেয়। করিমগঞ্জ নিজস্ব সংবাদদাতা কিশোরগঞ্জ থেকে জানান, করিমগঞ্জ বাজারে অগ্নিকান্ডে চার দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। শনিবার রাতে উপজেলা সদর বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। জানা গেছে, রাতে করিমগঞ্জ মধ্য বাজারের একটি জুতার দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তেই আগুন পাশের আরও একটি জুতার দোকান ও একটি টেলিভিশন-ফ্রিজ মেরামতের দোকানসহ একটি কাপড়ের দোকানে ছড়িয়ে পড়ে। টেকনাফ স্টাফ রিপোর্টার কক্সবাজার থেকে জানান, টেকনাফের হোয়াইক্যংয়ে অগ্নিকান্ডে ইলেকট্রনিক্স কম্পিউটারের দোকানসহ ৫টি দোকান ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। রবিবার ভোর রাতে হোয়াইক্যং কাঞ্জরপাড়া বাজারে মোহাম্মদ আমিন কম্পিউটার এ্যান্ড হার্ডওয়্যারের দোকান হতে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে তা দ্রুত ছড়িয়ে পড়ে। শোরগোল শুনে লোকজন ঘুম থেকে উঠে জড়ো হওয়ার পূর্বেই স্থানীয় কালা পুতিক্কা, নুরুল আলম, আব্দুল আমিনের দোকান ও মালামাল সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। দুই নারী ও তিন ভুয়া ডিবি পুলিশ আটক স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে রাজশাহী মহানগরীতে তিন ভুয়া ডিবি পুলিশের ওসি, এসআই ও এএসআই এবং কলগার্লসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে নগরীর মথুরডাঙ্গা এলাকার শেফালি নামে এক নারীর বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। মোবাইলে প্রেমের সম্পর্ক স্থাপনের পর কৌশলে ডেকে সাধারণ মানুষের সঙ্গে অন্তরঙ্গ ছবি তুলে ব্ল্যাকমেইল করে আসছিল তারা। গ্রেফতারকৃতরা হলো, নগরীর বোয়ালিয়া থানার বখতিয়ারবাদ মালদা কলোনি এলাকার ইয়াছিন আলীর ছেলে ভুয়া ডিবি পুলিশের ওসি সোহেল রানা, ভুয়া এসআই ও একই এলাকার মৃত বাতুর ছেলে সুইতেম, চারঘাট উপজেলার চকশিমুলিয়া এলাকার আজিমুদ্দিনের ছেলে ও ভুয়া এএসআই আরিফুল, তাদের সহায়তাকারী কলগার্ল বনপাড়া কালিকাপুর এলাকার মৃত মোখলেছের মেয়ে রাবিয়া খাতুন ও বোয়ালিয়া থানার মথুরাডাঙ্গা এলাকার চাঁদ আলীর স্ত্রী সেলি বেগম। এ চক্রের একজন পলাতক রয়েছে। তার নাম ফরিদা পারভীন। সে ঢাকার ধামরাই থানার কালাপুর গ্রামের মমিনুলের স্ত্রী। এক রাতে চার বাড়িতে ডাকাতি নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ২৮ জানুয়ারি ॥ তালতলী উপজেলার পচাকোড়ালিয়া স্লুইস বাজার সংলগ্ন গ্রামে শনিবার রাতে একই রাতে চার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জানাগেছে, উপজেলার পচাকোড়ালিয়া সুøইস বাজার সংলগ্ন গ্রামে শনিবার রাত পৌনে তিনটার দিকে মুখোশ পরিহিত সংঘবদ্ধ ডাকাত দল একই সময়ে মালেক গাজী, দুলাল শিকদার , দিপেন শিকদার ও মালয়েশিয়া প্রবাসী রফিকুল ইসলাম হাওলাদারের ঘরের ফটক ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এ সময় ঘরের সব লোকজন মারধর করে বেঁধে ফেলে। পরে মালেক গাজীর ঘরে থাকা ৪৫ হাজার টাকা, স্বর্ণালঙ্কার, দুলালের ২২ হাজার টাকা, দিপেনের দুটি স্বর্ণের আংটি ও রফিকুল ইসলাম হাওলাদারের ২৪ হাজার ৫০০ টাকা ও এক ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। আহত শ্রমিকের মৃত্যু স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ শনিবার গভীর রাতে জেলার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের বড়ইছড়া গ্রামের মেঘনা নদীতে নৌ ডাকাতদের হামলায় নৌকার এক শ্রমিক নিহত হয়েছে। নিহতের নাম সারোয়ার হোসেন (২৪)। পিতা হারুন মিয়া, গ্রাম বড়ইছড়া। নিহতের স্বজনরা জানিয়েছেন, ঢাকা থেকে সিমেন্ট নিয়ে একটি ট্রলার সুনামগঞ্জের ছাতকের উদ্দেশে যাওয়ার সময় ৭/৮ জনের একটি নৌ ডাকাত দল ট্রলারটির গতিরোধ করে। মুখোশধারী ডাকাতরা ট্রলার থামিয়ে শ্রমিকদের বেদম প্রহার করে।
×