ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাভারে অগ্নিকান্ড॥ দুই সহোদর পথশিশুর মৃত্যু

প্রকাশিত: ০৪:১৭, ২৯ জানুয়ারি ২০১৮

সাভারে অগ্নিকান্ড॥ দুই সহোদর পথশিশুর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, সাভার, ২৮ জানুয়ারি ॥ ঘুমন্তাবস্থায় সাভারে বস্তির একটি ঘরে আগুন লেগে পুড়ে মারা গেছে দুই সহদোর শিশু। শনিবার মধ্যরাতে সাভার মডেল থানাধীন হেমায়েতপুরের তেঁতুলঝোড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত দুই পথশিশু হচ্ছে জাহিদ (১৩) ও নাহিদ (৬)। তাদের গ্রামের বাড়ি নওগাঁ জেলার রানীনগর উপজেলার ত্রিমোহিনী গ্রামে। জানা গেছে, পিতা আতাউর রহমান তাদের ছেড়ে প্রথম স্ত্রীর কাছে চলে গেলে ওই দুই শিশু তাদের মা জোবেদা বেগমের সঙ্গে থাকত। মায়ের সাথে তারা বিভিন্ন স্থানে পড়ে থাকা জিনিস কুড়িয়ে তা বিক্রি করে কোন রকমে জীবন ধারণ করতো। এছাড়া, জোবেদা একজন শ্বাসকষ্টের রোগী। রাতে ওই বস্তির নিজ কক্ষে মোমবাতি জ্বালিয়ে দু’ শিশু সন্তানকে ঘুম পাড়িয়ে রেখে জোবেদা প্রায় এক কিলোমিটার দূরে হেমায়েতপুর বাসস্ট্যান্ডে যায় ওষুধ কিনতে। তিনি চলে যাওয়ার কিছুক্ষণ পরে মোমবাতি থেকে আগুন লেগে ঘরটি পুড়ে যায়। এতে ঘুমন্তাবস্থাতেই ওই দু’সহোদরের মৃত্যু হয়। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনে তাদের মৃতদেহ উদ্ধার করে। অপরদিকে, রবিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারের তুরাগ এলাকা থেকে এক অজ্ঞাত (৫০) নারীর মৃতদেহ উদ্ধার করে।
×