ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গজারি বনে কারখানা আবিষ্কার॥ ১০ হাজার লিটার চোলাই মদ উদ্ধার

প্রকাশিত: ০৪:১৪, ২৯ জানুয়ারি ২০১৮

গজারি বনে কারখানা আবিষ্কার॥ ১০ হাজার লিটার চোলাই মদ উদ্ধার

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গভীর গজারি বনে অভিযান চালিয়ে রবিবার দেশীয় চোলাই মদ তৈরির কারখানা আবিষ্কার করেছে র‌্যাব-১ এর সদস্যরা। এ সময় ৪ শতাধিক ড্রামে ভর্তি প্রায় ১০ হাজার লিটার চোলাই মদ, চোলাই মদ তৈরির বিপুল পরিমাণ কাঁচামাল ও সরঞ্জমাদিসহ দুইজনকে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের একজনকে ৬ মাসের কারাদন্ড ও অপরজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে। গাজীপুরের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম মাদকবিরোধী এ টাস্কফোর্স অভিযান পরিচালনা করেন। র‌্যাব-১ এর স্পেশালাইজড কোম্পানি গাজীপুরের কোম্পানি কমান্ডার মেজর মঞ্জুর মোর্শেদ জানান, সদর উপজেলার কুমার খাদা এলাকার গভীর গজারি বনে একটি চক্র চোলাই মদের কারখানা গড়ে তোলে। এসব কারখানায় চোলাই মদ তৈরি করে দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করে আসছিল তারা। এ সংবাদ পেয়ে র‌্যাব-১ সদস্যরা রবিবার গাজীপুরের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম এর নেতৃত্বে সেখানে মাদক বিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।
×