ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শেরপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

প্রকাশিত: ০৪:১৩, ২৯ জানুয়ারি ২০১৮

শেরপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২৮ জানুয়ারি ॥ যৌতুক না পেয়ে স্ত্রীকে নির্যাতন করে হত্যার দায়ে আনসার আলী ওরফে সর্বেশ আলী নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড হয়েছে। রবিবার বিকেলে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ মোসলেহ উদ্দিন ওই রায় ঘোষণা করেন। দন্ডিত আনসার আলী পাকুরিয়া ইউনিয়নের লোকায়েরপাড় গ্রামের মজিবর রহমানের ছেলে। রায়ে বিচারক আসামিকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডের আদেশ দেন। উল্লেখ্য, ২০১৪ সালের ১৮ ডিসেম্বর সন্ধ্যায় যৌতুক না পেয়ে আসামি আনসার আলী তার স্ত্রী এক সন্তানের জননী জাহানারা বেগম ওরফে চায়নাকে (২২) শারীরিক নির্যাতন করে হত্যা করে।
×