ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুদকের মামলায় দুই খাদ্য কর্মকর্তার জেল

প্রকাশিত: ০৪:১২, ২৯ জানুয়ারি ২০১৮

দুদকের মামলায় দুই খাদ্য কর্মকর্তার জেল

নিজস্ব সংবাদদাতা,পাবনা,২৮ জানুয়ারি ॥ মুলাডুলি সরকারী খাদ্য গুদামের চাল ও গম আত্মসাতে দুদকের দায়ের করা মামলায় খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (বরখাস্ত) মোজাম্মেল হককে ১৩ বছর ও একই গুদামের সাবেক সহকারী উপখাদ্য পরিদর্শক জয়নাল আবেদিনকে ৭ বছরের কারাদন্ডাদেশ দেয়া হয়েছে। রবিবার বিশেষ জজ আদালতের বিচারক লিয়াকত আলী মোল্লা এ দন্ডাদেশ দেন। জানা গেছে, দু’কর্মকর্তা মুলাডুলি খাদ্য গুদামের ১৩,২৩,২৯নং গুদামের দায়িত্ব পালনকালে ১০ লাখ ৬৮ হাজার ৫৫৭ টাকা ৬৪ পয়সা মূল্যের চাল ও গম আত্মসাত করেন। এ ঘটনায় দুদক পাবনা বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করে। মামলার তদন্তে চাল ও গম আত্মসাতের প্রমাণ পাওয়ায় ’১৪ সালের ২২ এপ্রিল চার্জশীট দাখিল করা হয়। এ মামলায় বিচারক মুলাডুলি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হককে ৪০৯ ধারায় ১০ বছর ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ড, ১৯৪৭ সালের ২ নং দুর্নীতির প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় আরও ৩ বছরের সশ্রম কারাদন্ড, ৪ লাখ ৯৭ হাজার ৪৯৬ টাকা জরিমানা ও অপর আসামি সহকারী উপখাদ্য পরিদর্শক জয়নাল আবেদীনকে ৪০৯ ধারায় ৪ বছর ও ১৯৪৭ সালের দুর্নীতির আইনের ৫ (২) ধারায় ৩ বছরের সশ্রম কারাদন্ড ও ৪ লাখ ৯৭ হাজার ৪৯৬ টাকা জরিমানা করা হয়। দুদকের পক্ষে মামলা পরিচালনা করেন পিপি ওবায়দুল হক।
×