ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঈশ্বরগঞ্জে যুবলীগের সংবর্ধনা নিয়ে সংঘর্ষ॥ আহত ১০

প্রকাশিত: ০৪:১০, ২৯ জানুয়ারি ২০১৮

ঈশ্বরগঞ্জে যুবলীগের সংবর্ধনা নিয়ে সংঘর্ষ॥ আহত ১০

স্টাফ রিপোর্টার,ময়মনসিংহ ॥ ঈশ্বরগঞ্জে যুবলীগের নবগঠিত কমিটির সংবর্ধনাকে কেন্দ্র করে রবিবার দুই পক্ষের মধ্যে ধাওয়া, পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে। এসময় সংবর্ধনার মঞ্চ ভাংচুরসহ তাতে আগুন ধরিয়ে দেয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থানীয় উপজেলা প্রশাসন পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে। এর আগে পুলিশ দুই পক্ষকে নিয়ন্ত্রণে নিতে লাঠিচার্জসহ কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি ছোড়ে। গত ২২ জানুয়ারি স্থানীয় উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হাসান সুমনের ভাই আবুল খায়েরকে আহ্বায়ক করে ঈশ্বরগঞ্জ উপজেলা যুবলীগের ৩৩ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়। কমিটি ঘোষণার পর থেকেই স্থানীয় সাবেক এমপি আব্দুছ ছাত্তার গ্রুপ ও উপজেলা চেয়ারম্যান সুমনের অনুসারীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছিল। সাবেক এমপি আব্দুছ ছাত্তার ও উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হাসান সুমন সম্পর্কে চাচা-ভাতিজা। জানা যায়, রবিবার বেলা ১১ টায় স্থানীয় স্মৃতিসৌধ এলাকায় ঈশ্বরগঞ্জে নবগঠিত যুবলীগ নেতৃবৃন্দের সংবর্ধনার আয়োজন করে দলীয় কর্মী ও সমর্থকরা। এ নিয়ে ক্ষুব্ধ যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কামরুজ্জামান জুয়েল, মামুন, ফরিদুল্লাহ, উসমান গনি, মাসুদ, সুমন, আফাজ উদ্দিন, নজরুল ইসলাম, রফিকুল ইসলাম রবী ও হেলালের নেতৃত্বে একটি অংশ সংবর্ধনা শুরু হওয়ার আগেই মঞ্চ ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়। এই খবর ছড়িয়ে পড়লে সংবর্ধনার আয়োজকরা দা ও লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষকে ধাওয়া দিলে সংঘর্ষ বাধে। এসময় দুই পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ প্রথমে ফাঁকা গুলি ও পরে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
×