ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় বাঁশখালী ও ফরিদপুরে দুই শিক্ষকসহ চারজন, বগুড়ায় আরোহী এবং নওগাঁয় গৃহবধূ নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের।

সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষকসহ নিহত ৬

প্রকাশিত: ০৪:০৯, ২৯ জানুয়ারি ২০১৮

সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষকসহ  নিহত ৬

বাঁশখালী বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের বাণিগ্রাম নতুন বাজার বাইন্ন্যার টেক প্রধান সড়ক এলাকায় বাস-অটোরিক্সার সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার বেলা ১১টার দিকে সংঘটিত সড়ক দুর্ঘটনায় রায়ছড়া প্রেমাশিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকাসহ নিহত হয়েছেন দুজন। এ সময় আহত হয়েছে আরও ৪ জন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। দুর্ঘটনায় নিহতরা হলেন- খানখানাবাদ ইউপির পূর্ব রায়ছড়া গ্রামের জাকের হোসেনের স্ত্রী শিক্ষিকা তাহমিনা আক্তার (৩৫) ও পূর্ব সাধনপুর ইউপির পূর্ব বৈলগাঁও গ্রামের মৃত দুলা মিয়ার ছেলে আহমদ হোসেন (৭০)। সড়ক দুর্ঘটনার খবর পেয়ে থানার ওসি মোঃ সালাহ উদ্দিন ও স্থানীয় চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ফরিদপুর সদর ও ভাঙ্গা উপজেলায় রবিবার সকালে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষক ও এক ট্রাক চালক নিহত হয়েছে। রবিবার সকাল সোয়া ৯টার দিকে কানাইপুর-ধোপাডাঙ্গা আঞ্চলিক সড়কের সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের কোষা গোপালপুর এলাকায় মাটিভর্তি ট্রাকচাপায় ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেল আরোহী মির্জা জাহাঙ্গীর ওরফে শাজাহান মাস্টার (৫৪)। তিনি কোষা গোপালপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ওই ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে দমকল কর্মীরা গিয়ে আগুন নেভায়।এদিকে, সকাল ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের তারাইলে বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে গিয়ে উল্টে যায়। এতে চালক জাকির হোসনে (৩৮) ঘটনাস্থলেই নিহত হন। তার বাড়ি নড়াইল বলে জানা গেছে। বগুড়া বগুড়া-সান্তাহার সড়কের মুরইল এলাকায় রবিবার সকাল সাড়ে সাতটার দিকে ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার নাম মামুনুর রশীদ (২৮)। তিনি মোটরসাইকেলে বগুড়ায় এসিআই অফিসে কর্মস্থলে যাচ্ছিলেন। ওই সময়ে একই দিকে যাওয়া একটি ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দিলে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। নওগাঁ রবিবার বেলা ১টার দিকে নওগাঁ-বদলগাছী সড়কের সদর উপজেলার দারোগার ইটভাঁটির পাশে ইট বোঝাই ট্রাক্টর ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে রাখি মনি (২২) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত রাখি মনি উপজেলার পাহাড়পুর গ্রামের মাহবুবের স্ত্রী।
×