ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চাঁদাবাজি বন্ধে রাঙ্গামাটিতে সমাবেশ

প্রকাশিত: ০৪:০৭, ২৯ জানুয়ারি ২০১৮

চাঁদাবাজি বন্ধে  রাঙ্গামাটিতে সমাবেশ

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ২৮ জানুয়ারি ॥ পার্বত্যাঞ্চলে চাঁদাবাজি বন্ধের দাবিতে সচেতন নাগরিক সমাজ রবিবার রাঙ্গামাটির জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক মহাসমাবেশ করেছে। এই মহাসমাবেশে আওয়ামী লীগ, বিএনপিসহ জেলার বিভিন্ন সংগঠনের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেছে। শহরের নাগরিক সমাজ তাদের দোকানপাট বন্ধ করে এই অবৈধ চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আবালবৃদ্ধ-বনিতা এক হয়ে মাঠে নেমেছেন। এই সমাবেশের কারণে ৪ ঘণ্টার জন্য রাঙ্গামাটির প্রধান সড়ক বন্ধ ছিল। জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার এই মহাসমাবেশে সভাপতিত্ব করেছেন। সমাবেশে সন্ত্রাসবিরোধী বক্তব্য দিয়েছেন রাঙ্গামাটি মহিলা সংসদ সদস্য জেএফ আনোয়ার চিনু, জেলা পরিষদ চেয়ারম্যান বৃশকেতু চাকমা, মুছা মাতব্বর, অংশু প্রু চৌধুরী, মঈন উদ্দিন সেলিম প্রমুখ।
×