ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নওগাঁয় অপবাদ দিয়ে গৃহবধূকে মারধর করে বাড়িছাড়া

প্রকাশিত: ০৪:০৭, ২৯ জানুয়ারি ২০১৮

নওগাঁয় অপবাদ দিয়ে গৃহবধূকে মারধর করে বাড়িছাড়া

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৮ জানুয়ারি॥ রাণীনগরে অনৈতিক কর্মকা-ের অপবাদ দিয়ে এক গৃহবধূকে মারপিট করে গ্রামছাড়া করা হয়েছে। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে ১৩ জনকে আসামি করে থানায় মামলা করলে পুলিশ রাসেদুল হোসেন (৩৫) নামে একজনকে গ্রেফতার করে রবিবার তাকে আদালতে সোপর্দ করেছে। আকলিমা বেগম নামে ওই গৃহবধূ গুরুতর আহত অবস্থায় রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। মামলা করার পর থেকে আসামিরা প্রভাবশালী হওয়ায় তাদের দাপটে ওই গৃহবধূ প্রাণনাশের আশঙ্কায় তার বসতবাড়িতে যেতে পারছেন না। এমনকি ঘটনার দিনে আসামিরা গৃহবধূর বাড়িতে তালা ঝুলিয়ে দিয়ে তার বাড়ি থেকে আসামিরা গরু-ছাগল পর্যন্ত লুট করে নিয়ে গেছে। জানা গেছে, উপজেলার রাতোয়াল গ্রামের দুলাল হোসেন ও তার স্ত্রীর মধ্যে গত ৪ জানুয়ারি রাতে দাম্পত্য কলহের একপর্যায় মনের ক্ষোভে স্বামী তার স্ত্রীকে মারধরের জন্য ভয়ভীতি দেখায়। ওই রাতে গৃহবধূ কিছুক্ষণের জন্য ভয়ে বাড়ির বাইরে আত্মগোপন করে। খোঁজাখুজি করে গৃহবধূর স্বামী দুলাল হোসেন তার স্ত্রীকে পার্শ্বের খলিয়ান থেকে বাড়িতে নিয়ে আসে। বিষয়টি উভয়ের মধ্যে শান্তিপূর্ণ মীমাংসাও হয়। ওই দিন বাড়ির বাইরে কেন থাকল, এই অপবাদ দিয়ে আসামিরা শুক্রবার সকালে রাতোয়াল গ্রামের হোসেন আলীর ছেলে বিদ্যুতের নেতৃত্বে ১২/১৪ জন মিলে গৃহবধূকে মারপিট করে তার স্বামীর বাড়ি থেকে টেনেহিঁচড়ে বের করে দেয়।
×