ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্থায়ী কমিটির বৈঠক

খালেদার মামলার রায়ের তারিখ ঘোষণা ষড়যন্ত্রের অংশ

প্রকাশিত: ০৮:১৫, ২৮ জানুয়ারি ২০১৮

খালেদার মামলার রায়ের তারিখ ঘোষণা ষড়যন্ত্রের অংশ

স্টাফ রিপোর্টার ॥ খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়ের তারিখ ঘোষণাকে ষড়যন্ত্রের অংশ বলে মনে করছে তার দল বিএনপি। সামনে জাতীয় সংসদ নির্বাচন। বিএনপিকে এই নির্বাচনের বাইরে রাখতেই তড়িঘড়ি করে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণা করা হচ্ছে বলে দলটির স্থায়ী কমিটির বৈঠকে দাবি করা হয়েছে। আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করবে ঢাকার পঞ্চম জজ আদালত। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এ মামলার প্রধান আসামি। মামলার রায়ের তারিখ ঘোষণার প্রেক্ষিতে করণীয় ঠিক করতে শনিবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠক ডাকেন তিনি। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সভাপতিত্বে তার গুলশানের কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। পরে বৈঠকের আলোচনা সম্পর্কে সাংবাদিকদের জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে গোটা জাতি আজকে উদ্বিগ্ন, ক্ষুব্ধ ও ক্রুদ্ধ। আমরা মনে করি, এটা বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করার জন্য এবং সকলের অংশগ্রহণে ইনক্লুসিভ ইলেকশন নষ্ট করার জন্য এটা একটা গভীর ষড়যন্ত্র। তিনি বলেন, জাতীয় স্থায়ী কমিটির সভা থেকে বেগম খালেদা জিয়াসহ কয়েকজন নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দিয়ে সরকারের আইন-আদালতের নিয়মনীতির বিরুদ্ধ আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এ ব্যাপারে দেশবাসীকে ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে বিচারের নামে সরকারী ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হওয়া আহ্বান জানাচ্ছে। মহাসচিব বলেন, বেগম খালেদা জিয়া যে কোন পরিস্থিতি মোকাবেলার জন্য দলের নেতা কর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। মামলার রায় নেতিবাচক হলে পরিস্তিতি বোঝে কর্মসূচী গ্রহণ করার জন্য সিনিয়র নেতাদের নির্দেশ দিয়েছেন তিনি। তার অনুপস্থিতিতে দলীয় কর্ম পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে অপেক্ষাকৃত সিনিয়র নেতাদের পরামর্শ মানার নির্দেশ দিয়েছেন। দল ভাঙ্গার ষড়যন্ত্র হতে পারে এমন আশঙ্কার কথা জানিয়ে তিনি বলেছেন, যে কোন মূল্যে ঐক্য ধরে রাখতে হবে। মামলার রায় ঘোষণার আগে খালেদা জিয়া দল ও জোটের নেতাদের সঙ্গে নিয়মিত বৈঠক করবেন বলেও জানান ফখরুল।
×