ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গরিব মানুষের পক্ষে ছিলাম আছি, থাকব ॥ শামীম ওসমান

প্রকাশিত: ০৭:২৪, ২৮ জানুয়ারি ২০১৮

গরিব মানুষের পক্ষে ছিলাম আছি, থাকব ॥ শামীম ওসমান

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, আমি গরিব মানুষের পক্ষে ছিলাম, আছি, থাকব। এতে আমার যা হবে হোক। তিনি বলেন, স্বাধীনতার পক্ষে যারা আছেন, তাদের জন্য আগামী ৬-৭টি মাস সবচেয়ে কঠিন পরীক্ষার সময়। ওরা সর্বশক্তি নিয়োগ করেছে। জনগণের প্রতি ওদের বিশ্বাস নেই। তাই তারা ভিন্ন পথ বেছে নিয়েছে। তিনি বলেন, আগামীতে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন কোন্দল থাকবে না ইনশা আল্লাহ। আমরা সবাইকে নিয়ে এক সঙ্গে কাজ করতে চাই। আমি শুধু চাই কর্মী হিসেবে কাজ করতে। শুধু আমার একটাই দাবি থাকবে, যারাই নেতৃত্ব দেন আপত্তি নেই। আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের প্রাপ্য সম্মান দিতে হবে। মেয়র আইভীসহ দলীয় অন্যান্য নেতাদের ইঙ্গিত করে শামীম ওসমান বলেন, কেউ যদি ভুল করে থাকেন তাহলে ভুল সংশোধন করেন। বিএনপি বা জামায়াতের মাধ্যমেও যদি কেউ বিভ্রান্ত হয়ে ভুল পথে গিয়ে থাকেন তাহলে সঠিক পথে ফিরে আসেন। দলের নেতাকর্মীদের নামে যদি কেউ অভিযোগ দিয়ে থাকেন তা প্রত্যাহার করেন। শনিবার বিকেলে নগরীর ইসদাইর এলাকায় ওসমানী স্টেডিয়ামে আয়োজিত এক কর্মিসভায় বক্তব্যে তিনি এ সব কথা বলেন। আগামী ৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ মহাজোটের সর্বশ্রেণীর নেতাকর্মীদের নিয়ে বিশাল জনসভার আহ্বান করেন সাংসদ শামীম ওসমান। কর্মিসভায় মঞ্চে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মোঃ শহীদ বাদল, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম চেঙ্গিস, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, শহর যুবলীগ সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, নারায়ণগঞ্জ সদর ও বন্দর উপজেলাসহ সকল ইউনিয়নের নেতাকর্মীরা ছাড়াও থানা ও মহানগর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
×