ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শাওন চৌধুরীর কাব্যগ্রন্থ ‘দ্য এগোনাইজড সোল’

প্রকাশিত: ০৬:৫৮, ২৮ জানুয়ারি ২০১৮

শাওন চৌধুরীর কাব্যগ্রন্থ ‘দ্য এগোনাইজড সোল’

স্টাফ রিপোর্টার ॥ প্রতিভাবান সঙ্গীতশিল্পী শাওন চৌধুরী প্রথম কাব্যগ্রন্থ ‘জীবনের খেয়াঘাটে’ গত গ্রন্থমেলায় প্রকাশ হয়। সেই ধারাবাহিকতায় এবারের একুশে গ্রন্থমেলা উপলক্ষে য়ারোয়া বুক কর্নার থেকে প্রকাশ হয়েছে তার মৌলিক ইংরেজি কাব্যগ্রন্থ ‘দ্য এগোনাইজড সোল’। এতে তার ১০০টি ইংরেজী কবিতা রয়েছে। সঙ্গীতশিল্পী শাওন চৌধুরী ইতোমধ্যে একজন প্রতিভাবান কবি হিসেবেও নিজের অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন। বাংলাদেশ ও ভারত থেকে শাস্ত্রীয় ঘরানার এই সঙ্গীতশিল্পীর ১৩টি অডিও এ্যালবাম প্রকাশ হয়েছে। এ প্রসঙ্গে শাওন চৌধুরী বলেন, এটি আমার জীবনের এক ব্যতিক্রমধর্মী সৃজনশীল কাজ, যা কোনদিনই হারাবে না বলে আমার বিশ্বাস। কবিতাগুলো পাঠকদের ভাল লাগলে আমার চেষ্টা সার্থক হবে।
×