ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রশীদ হারুনের আবৃত্তি এ্যালবাম ও কাব্যগ্রন্থ ‘ভাল থেকো মনোলীনা’ কিনইয়ার্ডসে

প্রকাশিত: ০৬:৫৭, ২৮ জানুয়ারি ২০১৮

রশীদ হারুনের আবৃত্তি এ্যালবাম ও কাব্যগ্রন্থ ‘ভাল থেকো মনোলীনা’ কিনইয়ার্ডসে

স্টাফ রিপোর্টার ॥ কবি রশীদ হারুনের আবৃত্তি এ্যালবাম ও কাব্যগ্রন্থ ‘ভাল থেকো মনোলীনা’ এখন অনলাইন শপ কিনইয়ার্ডসে পাওয়া যাচ্ছে। এ বিষয়ে সম্প্রতি কবি রশীদ হারুনের সঙ্গে একটি চুক্তি করেছে কিনইয়ার্ডস কর্তৃপক্ষ। রাজধানীর পান্থপথের ক্লাউড বিস্ট্র হোটেলে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কিনইয়ার্ডসের উদ্যোক্তা স্বপন নূর সিদ্দিকী এবং কবি রশীদ হারুন চুক্তিতে সই করেন। চুক্তি অনুযায়ী কবির কাব্যগ্রন্থ ‘ভাল থেকো মনোলীনা’ এবং আবৃত্তি এ্যালবাম সিডি অনলাইন শপ কিনইয়ার্ডস মার্কেটিং করবে। চাঁপাইনবাবগঞ্জে হাইজেনিক আম উৎপাদন ও সারাদেশে সরবরাহের মাধ্যমে কিনইয়ার্ডসের যাত্রা শুরু হলেও বর্তমানে গৃহসজ্জার পণ্য, ছেলেদের ফরমাল স্টাইল এক্সেসরিজসহ অন্যান্য পণ্য অনলাইনে অর্ডার নিয়ে গ্রাহকের কাছে পৌঁছে দিচ্ছে। কিনইয়ার্ডের ফেসবুক পেজ এবং ০১৭২৭-২৬২৭০০ নাম্বারে ‘ভাল থেকো মনোলীনা’ কাব্যগ্রন্থ এবং এ্যালবামে সিডিসহ অন্যান্য পণ্য অর্ডার করা যাবে। এই লিঙ্কআস এ্যাপসে গান, নাটক, চলচ্চিত্র ও মিউজিক ভিডিও পাওয়া যাবে। এ ছাড়া রাজধানীর ট্রাফিক আপডেটও পাওয়া যাবে এ্যাপসে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কবি রশীদ হারুন এবং কিনইয়ার্ডসের স্বপন নূর সিদ্দিকী ছাড়া আরও উপস্থিত ছিলেন তথ্য সচিবের একান্ত সচিব মোস্তফা মোর্শেদ, জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটের পরিচালক নজরুল সোহেল, র‌্যাব-৩ কমান্ডার পুলিশ সুপার মোস্তাক আহমেদ, কটন গ্রুপের ভাইস প্রেসিডেন্ট খোরশেদ আলম হিটু, ইউএস বাংলা এয়ারলাইন্সের জিএম কামরুল ইসলাম, চ্যানেল টুয়েন্টিফোরের বিজনেস এডিটর ফারুক মেহেদী, বেসিক ব্যাংকের এজিএম লিপন মোস্তাফিজ, আমীন মোহাম্মদ ফাউন্ডেশনের সিএমও তানভিরুল ইসলাম সুমন, জার্মানিয়া কর্পোরেশনের ডিজিএম আখতারুজ্জামান রিন্টু প্রমুখ।
×