ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইউটিউবে মুক্তি পেল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য বর্ডার’

প্রকাশিত: ০৬:৫৬, ২৮ জানুয়ারি ২০১৮

ইউটিউবে মুক্তি পেল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য বর্ডার’

স্টাফ রিপোর্টার ॥ সম্প্রতি নির্মিত ‘দ্য বর্ডার’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি ইউটিউব চ্যানেলে মুক্তি দেয়া হয়েছে। ইমিগ্রেশন ও স্টুডেন্ট কনসালটেন্সি ফার্ম শা এ্যাসোসিয়েটসের ব্যানারে নির্মিত ‘দ্যা বর্ডার’ প্রযোজনা করেছেন অনসুয়া চক্রবর্তী। গল্প লিখেছেন প্রতিষ্ঠানটির সিইও সুপ্রিয় কুমার চক্রবর্তী। আর এতে অভিনয় করেছেন শা এ্যাসোসিয়েটসের কর্মকর্তা ও পরিবারের সদস্যরা। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মুক্তি উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় ঢাকার এক রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। কেক কেটে ‘দ্যা বর্ডার’ চলচ্চিত্রের পর্দা উন্মোচন করেন তিনি। ‘দ্য বর্ডার’ প্রদর্শন শেষে মিশা সওদাগর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পরিচালক অলি আহমেদ এবং অভিনয় শিল্পীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন। অনুষ্ঠানে মিশা সওদাগর বলেন, চলচ্চিত্রটি দেখে ভাল লেগেছে। শুরু থেকে শেষ পর্যন্ত একবারের জন্যও মনে হয়নি নতুন মানুষদের নির্মাণ দেখছি। মনে হয়েছে সবাই পেশাদার। নতুনদের উৎসাহ দিলে ভবিষ্যতে আর ভাল কিছুই করতে পারবে। এরাই একদিন বাংলাদেশ চলচ্চিত্রের মুখ উজ্জ্বল করবে। এখানে যারা অভিনয় করেছেন তারা সবাই নতুন হলেও আমি তাদের অভিনয় দেখে মুগ্ধ হয়েছি। বিশেষ করে মায়ের চরিত্রের অভিনেত্রী অসাধারণ অভিনয় করেছেন। আমার মনে হয় তিনি অভিনয়ের ওপরে পড়াশোনা করেছেন। একদম নতুন অবস্থায় এত সুন্দর অভিনয় কারও পক্ষে সম্ভব সেটা ‘দ্য বর্ডার’ না দেখলে বিশ^াস হবে না। আর ‘দ্যা বর্ডার’ চলচ্চিত্রের কাহিনীকার ও অভিনেতা সুপ্রিয় কুমার চক্রবর্তী। তিনি রীতিমতো আমার স্থান দখল করেছেন। আমি সত্যিই তার অভিনয় দেখে মুগ্ধ হয়েছি। ‘দ্যা বর্ডার’-এর মতো সচেতনতামূলক কাজ সবারই করা উচিত। কারণ কিছু অসাধু মানুষের ট্রাপে পড়ে সংসার চালানোর তাগিদে আমাদের হাজারো নিরীহ ভাইয়েরা নিজেকে সর্বস্বান্ত করছেন। এই ফিল্মের নায়কের মতো মৃত্যু পর্যন্ত পৌঁছে যাচ্ছেন। এটা সত্যিই অনেক কষ্টদায়ক। ‘দ্যা বর্ডার’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে দেখা যাবে গ্রামের একজন বেকার ছেলে দালালের ফাঁদে পা দিয়ে টাকা উপার্জনের লক্ষ্যে জমিজমা বিক্রি করে কানাডা যেতে চান। মা, ভাই-বোনসহ পরিবারের সবাইকে রেখে দালালের সঙ্গে ছেলেটি এক দিন কানাডা যাওয়ার উদ্দেশে বাড়ি ত্যাগ করেন। তবে শেষ পর্যন্ত আর তিনি কানাডা যেতে পারেন না। দালাল চক্র তার টাকা ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করে- এমনই একটি গল্পে নির্মিত হয়েছে।
×