ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর অর্জন ও সাফল্য নিয়ে রচিত গ্রন্থ প্রকাশিত

প্রকাশিত: ০৬:৫৫, ২৮ জানুয়ারি ২০১৮

প্রধানমন্ত্রীর অর্জন ও সাফল্য নিয়ে রচিত গ্রন্থ প্রকাশিত

স্টাফ রিপোর্টার ॥ দৈনিক সংবাদের কলাম লেখক ও সাপ্তাহিক বাংলাবার্তা সম্পাদক মোহাম্মদ শাহজাহানের সম্পাদনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনকালে অর্জন ও সাফল্য নিয়ে ‘ক্রান্তিকালের সফল কা-ারি’ নামের একটি গ্রন্থ গত ২১ জানুয়ারি প্রকাশ হয়েছে। বাংলা প্রকাশনী থেকে প্রকাশিত ৩৫২ পৃষ্ঠার ‘ক্রান্তিকালের সফল কা-ারি’ গ্রন্থে নামী-দামী বিশিষ্ট ব্যক্তির তথ্যবহুল সমৃদ্ধ লেখার পাশাপাশি এতে বঙ্গবন্ধুর সঙ্গে তাঁর কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ ৫০টি গুরুত্বপুর্ণ ছবি সংযোজন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ সমর মজুমদারের দৃস্টি নন্দন প্রচ্ছদের এই গ্রন্থটি মতিঝিলের সেনাকল্যাণ ভবনের সাপ্তাহিক বাংলাবার্তা কার্যালয়ে পাওয়া যাচ্ছে। গ্রন্থে খোন্দকার ইব্রাহিম খালেদ লিখেছেন ‘বঙ্গবন্ধুর কিছু দুর্লভ বৈশিষ্ট্য বর্তমান প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার মধ্যে প্রতিবিম্বিত হতে দেখা যায়। শেখ হাসিনাও পিতার মত অসীম দুর্বিনীত সাহসী। বোমা, গ্রেনেড আর মৃত্যুর অট্টহাসির মুখে শেখ হাসিনার ইস্পাত কঠিন দৃঢ়তা, ধৈর্য্য এবং শান্ত-সৌম্য চাহনি বিস্ময়ের উদ্রেক করে। অনাবিল দেশপ্রেম এবং মানুষের প্রতি অবিচল আস্থার মাঝে ফুটে ওঠে বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি। তাই শেখ হাসিনা হয়ে উঠেছেন জননেত্রী, গণমানুষের নেতা’। সাংবাদিক আবেদ খান লিখেছেন ‘বঙ্গবন্ধু বাংলাদেশ দিয়েছেন জাতিকে আর শেখ হাসিনা দিয়েছেন আধুনিক বাংলাদেশের রূপরেখা, স্বপ্নকে বাস্তবে রূপ দেয়ার অদম্য সাহস ও শক্তি। আজ গোটা পৃথিবী কেন এই একবিংশ শতাব্দীর ‘জোয়ান অব আর্ক’কে দেখে শ্রদ্ধায় অবনত হয়- সেটা উপলব্ধি করলাম সেদিন কলম্বিয়া ইউনিভার্সিটির রেটুন্ডা লো মেমোরিয়াল লাইব্রেরি মিলনায়তনের অনুষ্ঠানে’। এছাড়া মিজানুর রহমান খান, প্রভাষ আমীন, পীর হাবিবুর রহমানও লিখেছেন প্রধানমন্ত্রী হাসিনাকে নিয়ে। এ রকম আরও অনেক সমৃদ্ধ লেখা স্থান পেয়েছে এই ‘ক্রান্তিকালের সফল কা-ারি’ গ্রন্থে।
×