ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উন্নয়ন অধ্যয়নে উচ্চশিক্ষা

প্রকাশিত: ০৬:৪৯, ২৮ জানুয়ারি ২০১৮

উন্নয়ন অধ্যয়নে উচ্চশিক্ষা

সময়ের সঙ্গে সঙ্গে বৈচিত্র্যময় কর্মক্ষেত্রে নিজেকে খাপ খাইয়ে নেয়ার জন্য যুগোপযোগী বিষয়ের ওপর জ্ঞান অর্জন অপরিহার্য। আমাদের দেশে পড়াশোনা শেষ করে নিজের পছন্দ আর যোগ্যতা অনুযায়ী কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ অতি সীমিত কাজেই ব্যক্তিগত পছন্দের সঙ্গে কতগুলো বিষয়কে বিবেচনায় আনাটা অতি জরুরী। স্নাতক শেষ হয়েছে আপনার। হয়ত ভাবছেন কোন বিষয়ে এবং কোথায় স্নাতকোত্তর করবেন। এমন বাস্তবতায় একটি প্রাসঙ্গিক বিষয় হচ্ছে ডেভেলপমেন্ট স্টাডিজ বা উন্নয়ন অধ্যয়ন। কাজের ক্ষেত্র : বহুমাত্রিক পেশার লোকজন এ বিষয় পড়তে আসছে। বিশ্বায়নের এই যুগে উন্নয়ন বিষয়টি দিনে দিনে অনেক জনপ্রিয় হয়ে উঠছে। তাই উন্নয়ন অধ্যয়ন বিষয়টির উপর ডিগ্রী প্রাপ্তদের চাকরির বাজারে কদর ক্রমবর্ধমান হারে বাড়ছে। সরকারী বিভিন্ন প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বিভিন্ন এনজিও, গবেষণা প্রতিষ্ঠান, দাতা সংস্থা, ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান, হচ্ছে এই বিষয়ে ডিগ্রী প্রাপ্তদের উল্লেখযোগ্য কর্মক্ষেত্র। কোথায় পড়বেন : দেশের বেশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে রয়েছে উন্নয়ন অধ্যয়ন বিষয়ে পড়ার সুযোগ। সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন মাস্টার অব ডেভেলপমেন্ট স্টাডিজ (এমডিএস) কোর্স উইন্টার-২০১৮ সেশনে ভর্তি আবেদন শুরু হয়েছে। শিক্ষা কার্যক্রম এবং ভর্তির যোগ্যতা : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ১৮ মাস মেয়াদী ৪৫ ক্রেডিট (০৩ সেমিস্টার) এই সপ্তাহান্তিক মাস্টার্স কোর্সে ভর্তি আবেদনের যোগ্যতা হিসেবে আবেদনকারীকে যে কোন বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক/স্নাতক সমমান/ডিগ্রী পাস কোর্স এবং কমপক্ষে জিপিএ/সিজিপিএ ২.০০ অথবা দ্বিতীয় বিভাগ থাকতে হবে। আবেদনের সময়সীমা : আগ্রহী শিক্ষার্থীদের ওয়েবসাইট থেকে আবেদনপত্র সংগ্রহ করে পে-অর্ডার/ডিমান্ড ড্রাফ ৮০০ টাকা ব্যাংকে জমা দিয়ে ভর্তি ফর্ম সামজিক বিজ্ঞান অনুষদে জমা দিতে হবে। যোগাযোগ : ভর্তি সংক্রান্ত বিস্তারিত বিষয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদ অথবা ০১৭১৮৯০৪৪৮১,০১৭১৯৫৪৬৭১৬,০১৯১৪৩৪৩৮৮৮ এই নম্বরে যোগাযোগ করা যেতে পারে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
×