ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পাবনায় জাতীয় ব্যাডমিন্টন শুরু

প্রকাশিত: ০৬:৪৩, ২৮ জানুয়ারি ২০১৮

পাবনায় জাতীয় ব্যাডমিন্টন শুরু

নিজস্ব সংবাদদাতা, পাবনা ॥ রুচি ফি.ম শামসুল আরেফিন স্মৃতি ৩৫তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ শনিবার শুরু হয়েছে। স্কয়ার ফুড এ্যান্ড বেভারেজের রুচির পৃষ্ঠপোষকতায় ফি.ম শামসুল আরেফিন স্মৃতি স্মরণে পাবনা শহীদ আমিন উদ্দিন স্টেডিয়াম মাঠে খেলার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল খালেক। শনিবার জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন, পায়রা অবমুক্তকরণ ও স্থানীয় সাংস্কৃতিককর্মীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মধ্য দিয়ে খেলার উদ্বোধন ঘোষণা করা হয়। পাবনা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মোঃ জসিমউদ্দিনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি স্কয়ার ফুড এ্যান্ড বেভারেজের চেয়ারম্যান ক্রীড়া সংগঠক অঞ্জন চৌধুরী পিন্টু, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, পুলিশ সুপার জিহাদুল কবির, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বাদশা প্রমুখ। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের তত্ত্বাবধানে পাবনা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ৫ দিনব্যাপী প্রতিযোগিতায় দেশের ৪৫ জেলা, ৩ বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংস্থাসহ মোট ৫৯ ক্রীড়া সংস্থার ২৪৫ পুরুষ, ৪৫ মহিলাসহ মোট ৩৪৯ ক্রীড়াবিদ অংশ নেবেন। প্রতিদিন সকাল ৯টা থেকে খেলা শুরু হয়ে চলবে রাত ১১টা পর্যন্ত।
×