ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দ্রুততম ৫০ উইকেটের রেকর্ড গড়লেন মুস্তাফিজ

প্রকাশিত: ০৬:৪৩, ২৮ জানুয়ারি ২০১৮

দ্রুততম ৫০ উইকেটের রেকর্ড গড়লেন মুস্তাফিজ

মোঃ মামুন রশীদ ॥ বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে দ্রুততম ৫০ উইকেট শিকারের মালিক হয়েছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার ওপেনার উপুল থারাঙ্গাকে বোল্ড করে তিনি ক্যারিয়ারের ২৭তম ওয়ানডেতে এই মাইলফলক স্পর্শ করেন। এর আগে বাংলাদেশের পক্ষে ৫০ ওয়ানডে উইকেট শিকারে দ্রুততম ছিলেন বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। তার লেগেছিল ৩২ ম্যাচ। মুস্তাফিজ এ তালিকায় ১৪ নম্বরে আসলেও যৌথভাবে হিসেব করলে তার এক্ষেত্রে অবস্থান দাঁড়ায় ৬ নম্বরে। এ তালিকায় ওয়ানডে ইতিহাসে সবার ওপরে শ্রীলঙ্কার স্পিনার অজন্তা মেন্ডিস। তিনি ১৯ ম্যাচে নিয়েছিলেন ৫০ উইকেট। তবে কিংবদন্তি অনেক বোলারকেই পেছনে ফেলেছেন বাঁহাতি এ কাটার মাস্টার। তার পেছনে পড়ে গেছেন ওয়াসিম আকরাম, কোর্টনি ওয়ালশ, ডেল স্টেইন, শোয়েব আখতার, শন পোলক, গ্লেন ম্যাকগ্রা ও জেসন গিলেস্পিসহ অনেক খ্যাতিমান বোলার। সবচেয়ে কম ম্যাচে ৫০ উইকেট নেয়ার বিশ্বরেকর্ড গড়ার সুযোগ ছিল মুস্তাফিজের। ১৭ ম্যাচেই তিনি নিয়েছিলেন ৪২ উইকেট। এর মধ্যে অবশ্য আয়ারল্যান্ডের বিপক্ষে গত বছর মে মাসে ডাবলিনে হওয়া একটি ম্যাচে বোলিং করার সুযোগ পাননি। আইরিশদের ইনিংসে ৩১.১ ওভার বোলিং হতেই ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল। আর মাঝে ইনজুরি থেকে ফিরে পূর্ণোদ্যমে এবং পুরনো ছন্দে বোলিং করতে পারেননি। এ কারণে ১০ ম্যাচ লাগলো তার বাকি ৮ উইকেট শিকার করতে। ১৯ ম্যাচে ৫০ উইকেট নিয়ে দ্রুততম বিশ্বরেকর্ডটা শ্রীলঙ্কার স্পিনার অজন্তা মেন্ডিসের। তবে পেসারদের মধ্যে দ্রুততম ভারতের অজিত আগারকার, তিনি ২৩ ম্যাচে ৫০ উইকেট ছুঁয়েছিলেন। এক্ষেত্রে ৯ পেসার ওপরে আছেন মুস্তাফিজের। মাইলফলক ছোঁয়ার পথে কিংবদন্তি অনেক বোলারকেই পেছনে ফেলেছেন মুস্তাফিজ। তার পেছনে পড়ে গেছেন সাকলাইন মুস্তাক (২৮), ইয়ান বিশপ (২৮), জিওফ এ্যালোট (২৮), শন টেইট (২৮), ইমরান তাহির (২৮), এ্যান্ডি রবার্টস (২৯), শোয়েব আখতার (২৯), ব্রেট লি (২৯), সুনীল নারাইন (২৯), মিচেল স্টার্ক (২৯), ট্রেন্ট বোল্ট (২৯), মিচেল জনসন (৩০), জেমস এ্যান্ডারসন (৩১), মরনে মরকেল (৩১), কাগিসো রাবাদা (৩১), ডেল স্টেইন (৩৩), শন পোলক (৩৪), জেসন গিলেস্পি (৩৪), জহির খান (৩৪), জোয়েল গার্নার (৩৪), স্টুয়ার্ট ব্রড (৩৪), রবিচন্দ্রন অশ্বিন (৩৪), গ্লেন ম্যাকগ্রা (৩৭), ওয়াসিম আকরাম (৩৮), কোর্টনি ওয়ালশ (৩৮), এ্যালান ডোনাল্ড (৩৮), মাখায়া এনটিনি (৩৯), টিম সাউদি (৩৯), ম্যালকম মার্শালসহ (৪০) আরও অনেক বিশ্বখ্যাত বোলারই। থারাঙ্গা ক্রমেই বেশ ভয়ঙ্কর হয়ে উঠছিলেন। দুইবার জীবন ফিরে পেয়ে নিজে এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে এবং দলের সংগ্রহটাকেও বাড়িয়ে নিচ্ছিলেন। কিন্তু ৫৬ রানের সময় ইনিংসের ৩৬তম ওভারের তৃতীয় বলে তাকে সরাসরি বোল্ড করে দেন মুস্তাফিজ। আগের বলটাতেও জোরালো এলবিডব্লিউ’র আবেদনে আম্পায়ার আউট দিলেও রিভিউয়ে বেঁচে গিয়েছিলেন। পরের বলেই চরম আঘাতে তাকে ফিরিয়ে দেন কাটার মাস্টার। শেষ পর্যন্ত এদিন আরেকটি উইকেট শিকার করে ম্যাচশেষে তার বোলিং ফিগার ছিল ১০-০-২৯-২। সবমিলিয়ে ২৭ ওয়ানডেতে এখন ১৯.১৯ গড়ে তার উইকেট ৫১টি। মুস্তাফিজ এই মাইলফলক ছুঁয়ে স্পর্শ করেছেন ওয়াকার ইউনুস (পাকিস্তান), শেন বন্ড (নিউজিল্যান্ড), লোনওয়াবো সোতসোবে (দক্ষিণ আফ্রিকা), ক্লিন্ট ম্যাককে (অস্ট্রেলিয়া) ও প্যাট্রিক কামিন্সের (অস্ট্রেলিয়া) রেকর্ড। তারাও ২৭ ওয়ানডে খেলেই নিয়েছেন ৫০ উইকেট। মুস্তাফিজের ওপরে আছেন অজন্থা (১৯ ম্যাচ), আগারকার (২৩), মিচেল ম্যাক্লেনাঘান (নিউজিল্যান্ড-২৩), ডেনিস লিলি (অস্ট্রেলিয়া-২৪), হাসান আলী (পাকিস্তান- ২৪), শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া- ২৫), ম্যাট হেনরি (নিউজিল্যান্ড-২৫), লেন পাসকো (অস্ট্রেলিয়া-২৬), প্যাট্রিক প্যাটারসন (ওয়েস্ট ইন্ডিজ-২৬), কার্টলি এ্যামব্রোস (ওয়েস্ট ইন্ডিজ ২৬), হামিদ হাসান (আফগানিস্তান-২৬) ও রশিদ খান (আফগানিস্তান-২৬)।
×