ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শিক্ষাখাতে বছরে ৪৩ কোটি টাকা ভর্তুকি দেয় চসিক

প্রকাশিত: ০৬:২৯, ২৮ জানুয়ারি ২০১৮

শিক্ষাখাতে বছরে ৪৩ কোটি টাকা ভর্তুকি দেয় চসিক

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ শিক্ষাখাতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) বছরে ৪৩ কোটি টাকা ভর্তুকি দেয়। দেশের অন্য কোন সিটি কর্পোরেশন শিক্ষাখাতকে এভাবে অঙ্গীভূত করেনি। এই ব্যয় নির্বাহ এবং নাগরিক সেবার জন্য কর আদায়ের ওপর নির্ভর করতে হয়। কিন্তু পৌরকর নিয়ে অনেকে ভুল ধারণা পোষণ করেন, যা দুঃখজনক। গত অর্থবছরে কর্পোরেশনের পৌরকর আদায় হয়েছে ১০৩ কোটি টাকা, যার মধ্যে ৬৫ কোটি টাকা দেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। অর্থাৎ সরকারী। বাকি ৩৮ কোটি টাকা আদায় হয় নগরবাসীর কাছ থেকে। নাগরিক সেবার স্বার্থে নগরবাসীর মনোভাব পরিবর্তন করা উচিত। শনিবার সকালে নগরীর পোস্তারপাড় আসমা খাতুন সিটি কর্পোরেশন মহিলা ডিগ্রী কলেজের নবনির্মিত ভবন উদ্বোধন এবং বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন। শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী, আলোকিত ও মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে উঠার আহ্বান জানিয়ে মেয়র বলেন, নবনির্মিত ভবনে কর্পোরেশন ২ কোটি ৩৫ লাখ টাকা ব্যয় করেছে। ৪ হাজার বর্গফুট জমির ওপর ৬ তলা ফাউন্ডেশনের নতুন এই ভবন নির্মিত হয়েছে। তিনি জানান, চট্টগ্রাম সিটি কর্পোরেশন শিক্ষা-স্বাস্থ্য সেবা খাত পরিচালনা করতে গিয়ে নগরবাসীর ওপর কোন করারোপ করে না। গ-গোল ঠেকাতে এসে প্রাণ গেল কৃষকের নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৭ জানুয়ারি ॥ নগরকান্দায় দুই গ্রামের লোকদের মধ্যেকার গ-গোল ঠেকাতে এসে নিহত হয়েছেন ফিরোজ খান (৫১) নামে এক কৃষক। শনিবার দুপুর আড়াইটার দিকে নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের বানেশ্বর্দী গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, চরযশোরদী গ্রামে বানেশ্বর্দী ও রজব গ্রামের মাঝামাঝি একটি মাঠে বক এসে বসে। ওই বক শিকার করা নিয়ে ওই দুই গ্রামের মধ্যে সংঘর্ষ ঘটে। খবর শুনে সংঘর্ষ ঠেকাতে ছুটে আসেন ফিরোজ খান। দুইদলের মাঝে পড়ে লাঠির আঘাতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। ফিরোজ খানের মৃত্যুর ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ মৃত্যুর প্রতিবাদে বানেশ্বর্দী গ্রামের লোকজন রজব গ্রামে হামলা চালিয়ে দুটি বাড়ি ভাংচুর করে। পরে নগরকান্দা থানার পুলিশ এসে ঘটনা নিয়ন্ত্রেণে আনে।
×