ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জীবনযাত্রার পরিবর্তনে কৃষি ব্যবস্থার উন্নয়ন করতে হবে ॥ কৃষিমন্ত্রী

প্রকাশিত: ০৬:২৯, ২৮ জানুয়ারি ২০১৮

জীবনযাত্রার পরিবর্তনে কৃষি ব্যবস্থার উন্নয়ন করতে হবে ॥ কৃষিমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ২৭ জানুয়ারি ॥ কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, মানুষের জীবনযাত্রার পরিবর্তনের জন্য কৃষি ব্যবস্থার উন্নয়ন করতে হবে । বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হতে যাচ্ছে। এটাই ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন। বোরো চাষে কর্মকর্তাদের মাঠ পর্যায়ে কাজ করে যাওয়ার নির্দেশ দেন তিনি। শনিবার সকালে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন রংপুর অঞ্চলের সকল সংস্থা এবং দফতরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক কৃষিবিদ আব্দুল আজিজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক কৃষিবিদ ড. আবুল কালাম আজাদ, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাহজাহান কবির, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন দেলোয়ার হোসেন যগ্ম- পরিচালক (সার) ড. সুলতানুল আলম, আ ফ ম সাইফুল ইসলামসহ কৃষি বিভাগের নিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
×