ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মীরসরাইয়ে সেতুর অভাবে ২০ হাজার মানুষের ভোগান্তি

প্রকাশিত: ০৬:২৭, ২৮ জানুয়ারি ২০১৮

মীরসরাইয়ে সেতুর অভাবে ২০ হাজার মানুষের ভোগান্তি

নিজস্ব সংবাদদাতা, মীরসরাই, চট্টগ্রাম, ২৭ জানুয়ারি ॥ মীরসরাইয়ে একটি সেতু বদলে দিতে পারে কয়েক হাজার মানুষের ভাগ্য। মায়ানী, মঘাদিয়া ও সাহেরখালীর মোহনায় এই সাঁকোর ওপর দিয়েই সাহেরখালী পয়েন্ট থেকে লাখ লাখ টাকার মৎস্য, কাঁকড়া, উপকূলীয় বন থেকে আহৃত জ্বালানি ও নানা খাদ্যদ্রব্য প্রতিদিন মায়ানী ইউনিয়ন, হাইতকান্দি ও সাহেরখালী ইউনিয়নসহ মীরসরাইয়ের বিভিন্নস্থানে যায় । সকলেই অনেক দুর্ভোগের মধ্যদিয়ে পাড়ি দেয় এই সাঁকো। এলাকাবাসীর দীর্ঘকালের দাবি এই খালের ওপর ব্রিজ নির্মাণ করার। উপজেলার মায়ানী ইউনিয়নের আনন্দবাজার সংলগ্ন সাহেরখালী স্লুইসগেটে যাওয়ার একমাত্র খালে তিনযুগেরও বেশি সময় ধরে হাজার হাজার মানুষের ভাগ্যের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে এই সাঁকো। নির্বাচন এলে জনপ্রতিনিধিরা আশ্বাস দিলেও নির্বাচনের পরে কেউ আর খবর নেন না উন্নয়ন বঞ্চিত চরাঞ্চলবাসীর। উপজেলার মায়ানী, মঘাদিয়া ও সাহেরখালী ইউনিয়নের সংযুক্ত এ খালের পাশের তিনটি ইউনিয়ন প্রায় ২০ হাজার মানুষ ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে। মাত্র একটি ব্রিজ বদলে দিতে পারে এই অঞ্চলের ২০হাজার মানুষের ভাগ্যের চাকা। উপজেলার অবহেলিত চরাঞ্চলের জেলেপাড়ার মানুষগুলো। এই একটি বাঁশের সাঁকোর ওপর দিয়ে তিনযুগ ধরে সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে আসছে জনপ্রতিনিধিরা। নওগাঁয় জালটাকা তৈরির সরঞ্জামসহ আটক ৫ নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৭ জানুয়ারি ॥ শুক্রবার রাতে র‌্যাব-৫ পতœীতলা উপজেলার চকনিরখিন মোড় (ঠুকনিপাড়া মোড়) বাজারে মা-মনি ইলেক্ট্রনিক্স এ্যান্ড ডিজিটাল স্টুডিও নামক দোকান থেকে ২ লাখ ৯ হাজার টাকার জালনোট এবং জালনোট তৈরির সরঞ্জামাদিসহ ৫ জনকে গ্রেফতার করেছে। রাতেই তাদের পতœীতলা থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মামলা করে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলো উপজেলার চকশিবরাম গ্রামের গোপাল কুমারের পুত্র শ্রী মানিক কুমার, গাহন গ্রামের সেকেন্দার আলীর পুত্র শামসুল আলম, চকজয়রাম গ্রামের মকছেদ আলীর পুত্র তোফাজ্জল হোসেন ওরফে মিঠু, পলিপাড়া গ্রামের শ্রী রঞ্জিত কুমারের পুত্র শ্রী মিঠু কুমার দাস এবং নওগাঁ সদর উপজেলার হাপানিয়া গ্রামের আবুল কালামের পুত্র শাওন আলী।
×