ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় পাঁচ বছর এক পরিবার সমাজচ্যুত ॥ লাশ দাফনে বাধা

প্রকাশিত: ০৬:২৬, ২৮ জানুয়ারি ২০১৮

কুমিল্লায় পাঁচ বছর এক পরিবার সমাজচ্যুত ॥ লাশ দাফনে বাধা

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২৭ জানুয়ারি ॥ কুমিল্লায় মসজিদের জন্য ৪ শতক জমি না দেয়ার বিরোধকে কেন্দ্র করে একটি পরিবারকে ৫ বছর ধরে সমাজচ্যুত করে রাখার পর এবার ওই পরিবারের প্রবাস ফেরত এক ব্যক্তির মরদেহ দাফন করতে দেয়নি ওই মসজিদ কমিটি। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনার ঘটনা ঘটে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং মৃতের পরিবার নিরুপায় হয়ে ঘরের পার্শ্বে নিজস্ব জায়গায় মরদেহ দাফন করে। জেলার আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের দুতিয়ার দীঘিরপাড় গ্রামে শনিবার এ ঘটনা ঘটে। প্রবাস ফেরত শাহ আলমের পরিবারের লোকজন অভিযোগ করে জানান, পাঁচ বছর আগে স্থানীয় দুতিয়ার দীঘিরপাড় জামে মসজিদ কমিটি তাদের পারিবারিক সম্পত্তি থেকে মসজিদের জন্য ৪ শতক জমি জোর করে নিতে চেয়েছিল। নিজেদের বাড়ির সামনের জমি নিজেদের কাজে ব্যবহার হবে বলে তারা তা দিতে রাজী হয়নি। এ নিয়ে উভয়পক্ষে বিরোধের সৃষ্টি হয়। এতে সামাজিকভাবে বিষয়টির মীমাংসা না হওয়ায় শাহ আলমের পরিবার আদালতের আশ্রয় নেন। এতে মসজিদ কমিটির লোকজনসহ স্থানীয় এলাকার মাতব্বররা ক্ষুব্ধ হয়ে গত পাঁচ বছর ধরে ওই পরিবারকে সমাজচ্যুত করে রাখে। একপর্যায়ে প্রবাসী শাহ আলমের পরিবারের ছেলে-মেয়ে ও সদস্যদেরকে ওই সমজিদ ও মাদ্রাসায় যেতে দেয়া হয়নি। এমনকী ওই এলাকার সরকারী কবরস্থানেও তাদের পরিবারের কাউকে দাফন করতে দেয়নি। এ দিকে শুক্রবার রাতে প্রবাসী শাহ আলম মারা যান। শনিবার তার মরদেহ ওই সরকারী কবরস্থানে দাফনের উদ্যোগ নিলে প্রতিপক্ষরা বাধা দিলে উভয়পক্ষে চরম উত্তেজনার সৃষ্টি হয়।
×