ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সংবাদকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৬:২৫, ২৮ জানুয়ারি ২০১৮

সংবাদকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ইনডিপেনডেন্ট টেলিভিশনের যশোর প্রতিনিধি জিয়াউল হক ও ক্যামেরাপার্সন শরীফ খানের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। ‘যশোরবাসী সমন্বয় পরিষদ’ নামে একটি সংগঠনের উদ্যোগে শনিবার দুপুর ১২টায় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন থেকে বক্তারা অবিল¤ে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ফারুক জাহাঙ্গীর টিপু, প্রেসক্লাব যশোরের সম্পাদক এসএম তৌহিদুর রহমান, যুগ্মসম্পাদক জুয়েল মৃধা, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতা প্রণব দাস, মোবাইল বিক্রেতা সমিতির সভাপতি রাজু আহমেদ বাবু, পোল্ট্রি খামারি এ্যাসোসিয়েশনের সভাপতি মামুন অর রশিদ, গ্রামের কাগজের সাংবাদিক দেওয়ান মোর্শেদ আলম, সাংস্কৃতিক কর্মী সুজন দত্ত প্রমুখ। গত বুধবার বেনাপোলে শ্রমিকদের আন্দোলনের সংবাদ সংগ্রহের সময় দুর্বৃত্তদের হামলায় এই দুই সংবাদকর্মী আহত হন। সংবাদকর্মীদের ওপর হামলাকারীদের কাউকে এখনও গ্রেফতার করেনি পুলিশ। ইবি ভিসির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ইবি সংবাদদাতা ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারীর উপর দুর্বৃত্তদের হামলা ও গাড়ি ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতি, সহায়ক কর্মচারী সমিতি, ইংরেজী বিভাগ ও ইবি শাখা ছাত্রমৈত্রী পৃথক পৃথকভাবে কর্মসূচী পালন করে। জানা যায়, শনিবার সকাল সাড়ে ১০ টায় প্রশাসন ভবনের সামনে মানববন্ধন করে ইবি শাখা ছাত্রমৈত্রী। এদিকে বেলা ১১ টার দিকে একই স্থানে পৃথক ব্যানারে মানবন্ধন করে কর্মকর্তা সমিতি ও সহায়ক কর্মচারী সমিতি। এ সময় কর্মকর্তা সমিতির সভাপতি শামসুল ইসলাম জোহা, সাধারণ সম্পাদক মীর মোরশেদুর রহমান, সহায়ক কর্মচারী সমিতির সভাপতি উকিল উদ্দিন, সাধারণ সম্পাদক শফিউল ইসলাম খান, সাধরণ কর্মচারী সমিতির সভাপতি আতিয়ার রহমানসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এদিকে একই প্রতিবাদে প্রতিবাদে র‌্যালি ও মানববন্ধন করেছে ইংরেজী বিভাগ। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. শাহিনুর রহমানের, ইংরেজী বিভাগের সভাপতি অধ্যাপক ড. আক্তারুল ইসলাম, অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. মামুনুর রহমান, অধ্যাপক ড. মিয়া রাশেদুজ্জামানসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
×