ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আলাউদ্দিনের শহীদ দিবস আজ

প্রকাশিত: ০৬:২৫, ২৮ জানুয়ারি ২০১৮

আলাউদ্দিনের শহীদ দিবস আজ

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২৭ জানুয়ারি ॥ ’৬৯-এর গণঅভ্যুথ্যানে পাকিস্তানীদের গুলিতে বরিশাল বিভাগের প্রথম শহীদ কিশোর মোঃ আলাউদ্দিনের শহীদ দিবস ২৮ জানুয়ারি। কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হাজীপুর গ্রামের মমতাজ উদ্দিন মৌলভী ও রাশিদা বেগম দম্পতির একমাত্র সন্তান ছিলেন আলাউদ্দিন। এই মহান বীর সন্তানের মৃত্যুবার্ষিকী নীরবেই কেটে যায় ফিবছর। পারিবারিকভাবে বিশেষ দোয়া- মোনাজাতের ব্যবস্থা করা হয়। ছাত্রদের মিছিলে পাক স্বৈরশাসকদের গুলিতে বরিশাল একে স্কুলে অধ্যয়নরত দশম শ্রেণীর এই শিক্ষার্থীর আত্মত্যাগের বীরগাথা এখন বিস্মৃতির অতলে হারিয়ে যেতে বসেছে। এ বীর সেনানি জন্মের দু’বছর বয়সে ১৯৫৪ সালে বাবাকে হারান। দৃঢ়চেতা মন নিয়ে শিশুবয়সে হাজিপুর প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয়ের পাঠ শেষ করে নবম শ্রেণীতে ভর্তি হন বরিশালে। বিধবা মা আর একমাত্র বোন ছিল তার সংসারে। ১৯৬৯ সালের আন্দোলন-সংগ্রামের দিনে ২৮ জানুয়ারি জীবনের শেষ চিঠি মায়ের কাছে লিখে পোস্ট করে ফেরার পথে পাকিস্তান স্বৈরশাসক বিরোধী গণমিছিলে অংশ নেয় আলাউদ্দিন। ওই মিছিলে পাকি হায়েনা বাহিনীর গুলিতে রক্তেরঞ্জিত হয়ে মারা যায় আলাউদ্দিন। ২৯ তারিখে আলাউদ্দিনের চিঠি মায়ের কাছে পৌঁছেনি। কিন্তু রক্তে ভেজা লাশ হয়ে বিকেল চারটায় মায়ের কাছে ফিরলেন বীর আলাউদ্দিন। গ্রামের বাড়ির সামনেই তার লাশ দাফন করা হয়। সেই থেকে কবরটি পর্যন্ত ছিল অযতœ-অবহেলায়।
×